গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, অনাহারে ২৯

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের একদিনের হামলায় আরও অন্তত ৮৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় ২৫০ জন। এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৩ হাজার ৮০০ জনে।

অন্যদিকে গাজায় অনাহারে মৃত্যু হয়েছে ২৯ জনের। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৩৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা এবং বার্তাসংস্থা আনাদোলু।

আল জাজিরা বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরাকে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্রগুলো। হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানা গেছে।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে ২৯ জন শিশু ও বৃদ্ধের মৃত্যুকে ‘অনাহার-সম্পর্কিত’ প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও চরম খাদ্যসংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

পৃথক প্রতিবেদনে আনাদোলু বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৬২ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুধু গত ২৪ ঘণ্টায় ১০৭টি লাশ হাসপাতালে পৌঁছেছে এবং ২৪৭ জন আহত হয়েছেন। এ নিয়ে আহতের মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ১৯৭ জনে। মন্ত্রণালয় জানায়, “অনেক লাশ ধ্বংসস্তূপ ও রাস্তার ধারে পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।”

ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী ৩ হাজার ৬১৩ জনকে হত্যা করেছে এবং ১০ হাজারের বেশি মানুষকে আহত করেছে। এতে করে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় ইসরায়েলের এই যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।

আরএ/টিএ


Share this news on:

সর্বশেষ

img
মাঠে ফিরেই বিদায় নিলেন নেইমার May 23, 2025
img
ভূতের ছায়ায় বংগাই, গায়ে কাঁটা দেয়া কাহিনি! May 23, 2025
img
নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনল ইতালি May 23, 2025
img
কাজের সূত্রে দুই শহরে নীল-তৃণা, আরও জোরাল বিচ্ছেদ-জল্পনা! May 23, 2025
img
ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমের May 23, 2025
img
নুসরাতের সঙ্গে দূরত্ব, মুখ খুললেন যশ May 23, 2025
img
২২ দিনে ‘রেইড টু’-এর আয় ১৫৬ কোটি রুপি, নিজের রেকর্ড ভাঙলেন অজয় May 23, 2025
img
‘শ্রীদেবীকেই চাই’, জবাবে নায়িকার মায়ের দামাদামি! May 23, 2025
img
জাহ্নবীর কান অভিষেকে হবু শাশুড়ির আবেগঘন বার্তা May 23, 2025
img
পশ্চিমা পোশাকে যখন সবাই, ভারতীয় সাজে নজর কাড়লেন অদিতি May 23, 2025
আওয়ামী লীগ নিয়ে বার্তা দিলেন ইলিয়াস May 23, 2025
‘আগামী ৫/১০ বছর আমাদেরকে আওয়ামী লীগের কাফফারা দিতে হবে’ May 23, 2025
সাম্প্রতিক দেশের রাজনীতি নিয়ে রিকশাওয়ালার হৃদয়ছোঁয়া ক্ষোভ! May 23, 2025
‘আপনার চালাকি সবাই বোঝে’, ড. ইউনূসকে গয়েশ্বর May 23, 2025
img
‘হোমবাউন্ড’র সেট থেকে রাজনীতির পথে? জাহ্নবীর নতুন ভাবনা May 23, 2025
img
ম্যাথিউজের বিদায়ী টেস্ট বাংলাদেশের বিপক্ষে May 23, 2025
img
অনুপ্রবেশ নয়, নিমন্ত্রিত ছিলাম : সালমানকে নিয়ে নারীর বিস্ফোরক দাবি May 23, 2025
img
হীরা খচিত ‘বিকিনি’ হাতে কান-এ উর্বশী, বিদ্রুপ হলিউড তারকাদের May 23, 2025
img
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে পরিবর্তন এসেছে চরিত্রে, ধৈর্য ধরার অনুরোধ রূপসার May 23, 2025
img
পুরুষদের বানানোই ভগবানের ভুল : মিশমি May 23, 2025