আন্দামান-নিকোবরের আকাশসীমা বন্ধ: সম্ভাব্য মিসাইল পরীক্ষাকে কেন্দ্র করে জারি হলো সতর্কতা
মোজো ডেস্ক 02:15PM, May 23, 2025
আজ শুক্রবার (২৩ মে) থেকে দুই দিনের জন্য ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ‘নোটাম’ (নোটিশ টু এয়ারম্যান) জারি করে জানানো হয়েছে, ২৩ ও ২৪ মে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অঞ্চলের আকাশে কোনও বাণিজ্যিক বিমান চলাচল করতে পারবে না।
ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞার পেছনে থাকতে পারে একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি। যদিও সরকারি পর্যায়ে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ভারত আগেও আন্দামান-নিকোবরকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহার করেছে। চলতি বছরের জানুয়ারিতে এখান থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস সুপারসনিক মিসাইল। এপ্রিলে ভারতের বিমান বাহিনী সফলভাবে পরীক্ষা করেছিল এক ব্যালিস্টিক মিসাইল, যা ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের মিসাইল পরীক্ষা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’ নামে পালটা অভিযান চালিয়েছিল ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয় এই অভিযানে। এর জবাবে পাকিস্তান সীমান্তে হামলার চেষ্টা করলেও তা ঠেকিয়ে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম।
বর্তমানে ভারতের নিরাপত্তা পরিস্থিতি এবং কৌশলগত অবস্থানকে সামনে রেখে, এই ধরণের পরীক্ষাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।