পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লামেন্টে বিদায়ী ভাষণে ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন লেবার পার্টির এমপি কাইল ম্যাকগিন। এক পায়ে জুতা পরে বিদায়ী ভাষণ দেন তিনি। দীর্ঘ ৫৬ মিনিটের ভাষণ শেষে অপর পায়ের জুতায় বিয়ার ঢেলে পান করেন। জুতায় বিয়ার পানের এই কায়দা ‘শ্যুয়ি’ নামে পরিচিত। অ্যালকোহল পানের বিশেষ এই কায়দাকে জনপ্রিয় করেছেন ফর্মুলা ওয়ান তারকা ড্যানিয়েল রিকার্ডো।

বিদায়ী বক্তৃতায় ম্যাকগিন বলেন, ‘কীভাবে এই ভাষণ শেষ করব তা নিয়ে অনেক ভেবেছি। অনেক ভেবে মনে হলো এই বক্তৃতা শেষ করার একটাই উপায়। আর তা হলো—শ্যুয়ি। আমার এলাকার মানুষ এটা বেশ উপভোগ করবে বলেই আমার ধারণা। দুই মেয়াদে চমৎকার সময় কাটালাম। সবাইকে ধন্যবাদ। চিয়ার্স!’

এই বলেই একটি ক্যান থেকে জুতায় বিয়ার ঢেলে পান করেন কাইল। কাইলের এই কাণ্ডে হইচই পড়ে যায় পার্লামেন্টে। কেউ কেউ বেশ মজা পেয়েছেন এমন কাণ্ডে, হাসিমুখে করতালি দিয়ে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেন। পরিষদের সভাপতি আলানা ক্লোহেসি তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলেন, ‘সম্মানিত সদস্য, আপনি পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। আমি ধরে নিচ্ছি আপনার বক্তব্য শেষ।’

বিদায়ী ভাষণে কেইল নিজেকে একজন ‘অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাবশত রাজনীতিক হয়ে পড়েছি।’ এ সময় তিনি সরকারের ওয়েস্টপোর্ট প্রকল্পের কঠোর সমালোচনা করেন। তাঁর ভাষ্য—‘বন্দরের স্বয়ংক্রিয়করণ আসলে একটা প্রহসন ও ঠাট্টা।’

এ সময় মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন কেইল। জানান, এমপি হওয়ার দেড় বছর পর একদিন তিনি এত অসুস্থ হয়ে পড়েন যে ধরে নিয়েছিলেন হার্ট অ্যাটাক হচ্ছে। পরে জানা যায় সেটি আসলে প্যানিক অ্যাটাক ছিল। সেই স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বেশ কঠিন। তবে একটা কথা বলে যেতে চাই—সাহায্য চাইতে কখনো লজ্জা পাবেন না, বিশেষ করে পুরুষেরা। সাহস করে বলে ফেলুন—আমার সাহায্য দরকার।’

২০১৭ সালে প্রথমবারের মতো উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হন কাইল ম্যাকগিন। গত মেয়াদে তিনি সংসদীয় সচিবের দায়িত্ব পালন করেন। বিদায়ী সপ্তাহেও পার্লামেন্টে আলোচনার জন্ম দেন তিনি। গত মঙ্গলবার দেওয়া শেষ বক্তব্যে তিনি বহুজাতিক আমেরিকান জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের কর ও কর্মসংস্থান নীতির তীব্র সমালোচনা করে বলেন, ‘শেভরন শুধু স্বল্পমেয়াদি মুনাফায় আগ্রহী। তারা আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে, অথচ স্থানীয় শ্রমিকদের উন্নয়নে কিছুই করছে না।’

তাঁর এই বক্তব্যে প্রিমিয়ার রজার কুক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উনি যা বলেছেন তা তাঁর নিজস্ব মত। আমি একমত নই। শেভরন আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং তারা পশ্চিম অস্ট্রেলিয়ার শ্রমিকদের সহযোগিতা করছে।’

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড Sep 17, 2025
img
ছবির ট্রেলারে দেখা মিলল হাসিনার! মৈত্রীর বার্তা দিলেন পরিচালক Sep 17, 2025
img
প্লট জালিয়াতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩০ সেপ্টেম্বর Sep 17, 2025
img
রাজধানীর সাতরাস্তায় যান চলাচল স্বাভাবিক Sep 17, 2025
img
জামায়াত নেতার পদ স্থগিত Sep 17, 2025
img
নির্বাচনে অনীহা থেকেই তাদের কর্মসূচি : আমীর খসরু Sep 17, 2025
img
ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বনাশ করছেন আমোরিম : রুনি Sep 17, 2025
img
অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের, নেই স্যান্টনার Sep 17, 2025
img
হবিগঞ্জের নবীগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ হারাল ২ Sep 17, 2025
img
প্রতিদিন চুল পড়ার আতঙ্কে ভুগছেন দীপিকা Sep 17, 2025
img
এখন আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা : আমীর খসরু Sep 17, 2025
img
সুইডেনে ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস Sep 17, 2025
img
সম্পর্ক জোরদারে সৌদি সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী Sep 17, 2025
img
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও সকলের পছন্দ হানিয়া আমির Sep 17, 2025
img
এটা নতুন ভারত, কাউকে ভয় পায় না: মোদি Sep 17, 2025
img
সরকার ডিসেম্বরে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে : রুহিন হোসেন Sep 17, 2025
img
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প Sep 17, 2025
img
বলিউডে অভিনয় নিয়ে নিজের মনের কথা জানালেন মালবিকা মোহনান Sep 17, 2025
img
দুর্নীতির অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান Sep 17, 2025
img
বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ Sep 17, 2025