রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ মে) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- আলী (৩৯), পলাশ (২৭), রাকিব (২২), শ্রাবন (২৭), শরীফ (৩১), শাফিন (২০), রাব্বি (১৯), শাহাজাদা (৩২), রুবেল (২৬), রহিত (২২), রুবেল মেহেদী (২০), আকাশ (২০) ও তাজ উদ্দিন (২৮)।
এছাড়াও পুলিশের অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন- জাবেদ (৩২), সালাউদ্দিন (২৭), রেন্টু (৩২), শাকিল (২০), সফিক (৩২), আনিস (২৫), রনি (২২), সাগর (১৯), তোজাফুল (৩৫), সাদ্দাম (২৪), আকিব, আমেন (৩২) ও তাহমিনা (২৬)।
আরও পড়ুন: রাজধানীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলার ৬ আসামি ছাড়াও হত্যা মামলার এক আসামি রয়েছে। অন্যদের মধ্যে দ্রুত বিচার আইনের ৮ আসামি ছাড়াও চুরির মামলার ৫ জন, ডিএমপির মামলার ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ আসামি রয়েছে।
টিকে/টিএ