নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত ধারা’: রিটের রায় আজ

নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ আজ।

সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন।

গত ১৯ মে নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী। কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।

এর আগে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনর জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন।

আইনজীবী বলেন, উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫-এর অধ্যায় ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২-এ অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরিয়তের বিধানসমূহের পরিপন্থি, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থি এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট-২০২৫- এই রিপোর্টটি ৩১৮ পৃষ্ঠাব্যাপী এবং সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। রিপোর্টের বিভিন্ন সুপারিশ ইসলামী শরিয়ত, আমাদের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

প্রথমত, রিপোর্টের অধ্যায় ১১-তে পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা সরাসরি কোরআনের সুরা নিসা (৪:১১)-এর পরিপন্থি।

দ্বিতীয়ত, রিপোর্টে বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব এসেছে, যা ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিধান এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চার অধিকার ক্ষুণ্ন করে।

তৃতীয়ত, মাই বডি মাই চয়েজ স্লোগানকে অন্ধভাবে সমর্থন দিয়ে শরিয়তের ওপর ভিত্তি না রেখে নৈতিকতার সীমা অতিক্রম করার চেষ্টা করা হয়েছে।

চতুর্থত, যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইসলামি মূল্যবোধ এবং সংবিধানের ২(ক) ও ২৬ অনুচ্ছেদের পরিপন্থি।

পঞ্চমত, রিপোর্টে লিঙ্গ পরিচয় এবং ট্রান্সজেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা শরিয়তবিরোধী এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।
রিটে তিনটি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যান বিবাদী করা হয়েছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলন: রনি, কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ Aug 15, 2025
img
মানিকগঞ্জে সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬ Aug 15, 2025
img
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না : রুক্মিণী Aug 15, 2025
img
‘আমি গৃহবন্দি’, জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট Aug 15, 2025
img
দেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা কখনো ছিল না: এ্যানি Aug 15, 2025
img
নেতা থেকে তিনি হয়ে উঠলেন স্বৈরাচার মুজিব : রিফাত Aug 15, 2025
‘শেখ মুজিবুর রহমান জাতির জনক না’ Aug 15, 2025
অযাচিত মুজিব বন্দনা ছিলো পতিত রেজিমের সবচেয়ে বড় অস্ত্র: মহিউদ্দিন খান Aug 15, 2025
img
টি-টোয়েন্টিতে শিষ্যরা এখন প্রায় ধারাবাহিক, হিসাব বাকি ওয়ানডেতে: সালাউদ্দিন Aug 15, 2025
'সরকারি দল এনসিপি সবচেয়ে বেশি বি'শৃ'ঙ্খলা করছে' Aug 15, 2025
আমাকে টাকা দেন, ১ কোটি লোকের সমাবেশ করে দেখাবো’ Aug 15, 2025
‘তারেক রহমান দেশকে গণতন্ত্রের দিকে পরিচালনা করবেন Aug 15, 2025
img
'হিলাল-ই-ইমতিয়াজ' পুরস্কার পাচ্ছেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি Aug 15, 2025
বাইডেন পুত্রের বিরুদ্ধে মেলানিয়ার আইনি পদক্ষেপ Aug 15, 2025
গৃহবধূ থেকে রাজনীতিতে উত্থান, দেশে ও বিশ্বমঞ্চে খালেদা জিয়ার নেতৃত্ব Aug 15, 2025
শ্রীদেবীর জন্মদিনে তিরুমালা মন্দিরে সিদ্ধার্থ-জাহ্নবী Aug 15, 2025
চুমু ও কান্নায় সবার নজর কেড়েছেন রেখা Aug 15, 2025
img
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার Aug 15, 2025
টুকটাক ব্যাটিং নয়, লিটন-শান্তদের ছক্কা মা\রা শিখাতে আসলেন জুলিয়ান উড Aug 15, 2025
পোষা প্রাণীদের সাথে যেভাবে আচরণ করতেন নবীজি Aug 15, 2025