ভেনেজুয়েলায় বিরোধী দলগুলোর বর্জন করা সংসদীয় ও আঞ্চলিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাসীন দল।
তবে দেশটির বিরোধী নেতারা ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদে ভোটারদের ‘প্রহসনের’ সংসদীয় ও আঞ্চলিক নির্বাচন বর্জনের আহবান জানিয়েছিলেন।
বিরোধীরা দাবি করেন, তারা প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন।
কিন্তু কর্তৃপক্ষ মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছে।
গতকাল সোমবার দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রকাশিত প্রাথমিক ফলে দেখা গেছে, জাতীয় পরিষদের আসনের জন্য গত রবিবার প্রদত্ত ভোটের ৮২.৬৮ শতাংশ ভোট পেয়েছে মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনিজুয়েলা এবং তার মিত্ররা।
ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (সিএনই) কর্তৃক প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, জিপিপি ৮২.৬৮% ভোট পেয়েছে। এই অভাবনীয় জয়ের ফলে মাদুরোর জোট জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসন এবং দেশের ২৪টি রাজ্যের মধ্যে ২৩টিতে গভর্নর পদে জয়লাভ করেছে।
২০২৬-২০৩১ মেয়াদের জন্য এই নির্বাচনে ২৪ জন রাজ্য গভর্নর, জাতীয় পরিষদের ২৮৫ জন সদস্য এবং ২৬০ জন আঞ্চলিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ২১ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন।
এসএম/এসএন