মুসলিম অটোচালককে বিজেপি নেতার গুলি, গণপিটুনিতে মুসলিম কনস্টেবল নিহত

ভারতের মধ্য প্রদেশে এক মুসলিম অটোরিকশা চালককে মারধর ও তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে কমল শুক্লা নামে বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে গ্রেপ্তার করা হলেও সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি।

আক্রান্ত অটোরিকশা চালক সেলিম খান বলেন, শনিবার মরিমাতা চৌমাথায় চারচাকা গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে তার নাম জিজ্ঞেস করেন। এসময় তার নাম সেলিম খান বলতেই তাকে মারধর করা শুরু করে। তার গাড়িতেও ভাঙচুর করা হয়।

এ নিয়ে কথা কাটাকাটি হলে রিভলভার থেকে শূন্যে গুলি নিক্ষেপ করেন তিনি। একটি গুলি তার পা স্পর্শ করে বেরিয়ে গেলে তিনি কোনোক্রমে রক্ষা পেয়েছেন। পরে জানা যায় উনি বিজেপি নেতা কমল শুক্লা।

আক্রান্ত অটো রিকশাচালক থানায় মামলা দায়ের করলে কমল শুক্লাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এদিন সন্ধ্যায় তিনি জামিন পেয়ে যান।

অটোরিকশা চালকের অভিযোগ অস্বীকার করে রাজ্য বিজেপি মুখপাত্র উমেশ শর্মা দাবি করেন, অটোরিকশা চালক সেলিম খান চাকু বের করায় আত্মরক্ষার জন্য কমল শুক্লাকে গুলি চালাতে হয়েছে।

অন্যদিকে, শনিবার রাজস্থানে জমি বিবাদের তদন্ত করতে গিয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের গণপিটুনিতে আব্দুল গণি (৪৫) নামে পুলিশের এক হেড কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জমি বিবাদের তদন্ত শেষে মোটরবাইকে ফেরার সময় মুখোশধারী চার/পাঁচ জন অজ্ঞাত হামলাকারী লাঠি নিয়ে ওই পুলিশ সদস্যের উপরে হামলা চালায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবলের গ্রামের মুসলিম পঞ্চায়েতের সভাপতি নাজির মুহাম্মাদ নিহতের পরিবারকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারের একজনকে চাকরি দিতে হবে বলে দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে তার লাশ দাফন করা হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

 

টাইমস/এএইচ/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024