পার্লামেন্টে নেচে-গেয়ে কাগজ ছিঁড়ে প্রতিবাদ, হেনাসহ তিন কিউই এমপি বরখাস্ত

একটি বিতর্কিত বিলের জেরে গত বছর পার্লামেন্টে হট্টগোল করায় বরখাস্ত হলেন নিউজিল্যান্ডের বিরোধী দলের তিন এমপি। এই তিনজন দেশটির মাওরি সম্প্রদায়ের প্রতিনিধি। মাওরিদের সঙ্গে নিউজিল্যান্ডের প্রতিষ্ঠাকালীন চুক্তির সংজ্ঞায় পরিবর্তন আনার জন্য বিলের জেরে তারা প্রতিবাদ জানিয়েছিলেন। ওই সময় নিজস্ব ঐতিহ্য ‘হাকা’ নাচ ও গানের মাধ্যমে প্রতিবাদ জানান তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ওই ঘটনার ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই হাকা নাচে অংশ নেওয়া তিনজন এবার পার্লামেন্ট থেকে সাময়িক বরখাস্ত হলেন। গান শুরু করে বিলের কাগজ ছিড়ে ফেলা নারী হেনা রাওহিতি মাইপি-ক্লার্ককে সাতদিন, তাঁর দলের নেতা রাউরি ওয়াইতিতি ও ডেভি গারেওয়ায়-প্যাকারকে ২১ দিনের জন্য বরখাস্ত করেছে পার্লামেন্টে। এ নিয়ে ভোটের পর এই সিদ্ধান্ত আসে।

ভিডিওতে দেখা যায়, পার্লামেন্টে ‘তে পাতি মাওরি’ বা মাওরি পার্টি মাওরি জনগোষ্ঠীর সঙ্গে দেশের প্রতিষ্ঠাকালীন চুক্তিকে পুনরায় সংজ্ঞায়িত করার জন্য বিলকে সমর্থন করেন কি না, জানতে চাওয়ার পর প্রতিবাদ শুরু হয়। মূলত মাওরি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই এমপিরা সম্প্রদায়ের সঙ্গে সাংর্ঘষিক ওই সংসদীয় বিলের বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতিবাদ জানান।

তারা প্রতিবাদের জন্য যে নাচ-গান ব্যবহার করেছিলেন, এটা কোনো সাধারণ নাচ-গান নয়। এটা মাওরি সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যবাহী ‘হাকা’ নাচ। ওই সময় কনিষ্ঠ এমপি হেনা রাওহিতি মাইপি-ক্লার্ক বিলের কাগজ ছিঁড়ে ফেলেন, এরপর ওই জনগোষ্ঠীর প্রতিনিধিরা গান গাইতে থাকেন। বাকি এমপিদের সামনে শুরু করেন নাচ।

বিলটি তখন ভোটাভুটিতে বাতিল হয়ে গেলেও দেশব্যাপী ক্ষোভের জন্ম দেয়। গত বছরের নভেম্বরে ৪০ হাজারের বেশি মানুষ পার্লামেন্টের বাইরে প্রতিবাদ জানায়। এবার পার্লামেন্ট তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার পর ডেভি গারেওয়ায়-প্যাকার বিবিসিকে বলেন, ‘মাওরি হওয়ার কারণে আমাদের শাস্তি দেওয়া হয়েছে। তবুও আমরা আমাদের জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে যাব।’

আজ বৃহস্পতিবার পার্লামেন্টে শাস্তির বিষয়ে বিতর্ক চলাকালে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ‘তে পাতি মাওরি’কে চরমপন্থীদের দল এবং ‘যথেষ্ট হয়েছে’ বলার জন্য কিউই পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সকে ক্ষমা চাইতে বলা হয়। ২২ বছর বয়সী সর্বকনিষ্ঠ এমপি মাইপি-ক্লার্ক এক পর্যায়ে চোখের পানি আটকে রেখে বলেন, ‘আমরা কখনোই চুপ থাকব না, এবং আমরা কখনোই হারিয়ে যাব না। আমাদের কণ্ঠস্বর কি এই হাউসের জন্য খুব কর্কশ? এই কারণেই কি আমাদের শাস্তি দেওয়া হচ্ছে?’

উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বৃহস্পতিবার যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা নিউজিল্যান্ডের কোনো আইনপ্রণেতার জন্য সবচেয়ে দীর্ঘতম স্থগিতাদেশ। আগের রেকর্ড ছিল তিন দিন।

আদিবাসী অধিকার সমুন্নত রাখার জন্য নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে প্রশংসিত। কিন্তু বর্তমানে রক্ষণশীল লুক্সনের নেতৃত্বাধীন সরকারের অধীনে সম্প্রতি মাওরি সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। মাওরিদের জন্য স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে একটি সংস্থা ভেঙে দেওয়ার পরিকল্পনাসহ মাওরিদের সুবিধা দেওয়া কর্মসূচিতে তহবিল কমানোর জন্য তাঁর প্রশাসন সমালোচিত হচ্ছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভাঙ্গার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ডিআইজি রেজাউল করিম Sep 16, 2025
img

এশিয়া কাপ ২০২৫

বাংলাদেশের টিকে থাকার লড়াই আজ Sep 16, 2025
img
সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান Sep 16, 2025
img
দুপুরে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসবেন নাহিদ ইসলাম Sep 16, 2025
img
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় Sep 16, 2025
নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের অবস্থান | ইসলামিক জ্ঞান Sep 16, 2025
"আ:লীগ ও বিএনপিকে আগামী দিনের বাংলাদেশের জনগণ দেখতে চায় না" Sep 16, 2025
img
তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল: উপদেষ্টা আসিফ মাহমুদ Sep 16, 2025
img
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কাতারের পাশে ইসলামি বিশ্ব: এরদোয়ান Sep 16, 2025
img
পোশাক নিয়ে কাউকে হেয় করা চলবে না : সাদিক কায়েম Sep 16, 2025
img
ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি Sep 16, 2025
img
বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে ইসি কার্যালয়ের সামনে অবস্থান Sep 16, 2025
img
‘শত্রুতা’ ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল Sep 16, 2025
img
নগদ নির্ভরতা কমাতে আসছে অভিন্ন লেনদেন ব্যবস্থা Sep 16, 2025
img
৪১% মাশুল বাড়ল চট্টগ্রাম বন্দরে Sep 16, 2025
img
ন্যায়ভিত্তিক শাসনে না ফিরলে মবের মূলক শব্দটি বাস্তবে স্থায়ী হবে: জিল্লুর রহমান Sep 16, 2025
img
নির্বাচনে গ্রুপিং নিয়ে বুলবুলের মন্তব্য Sep 16, 2025
img
শুধু কথা দিয়ে ইসরায়েলি বর্বরতা থামবে না : পেজেশকিয়ান Sep 16, 2025
img
রশিদ খানরা এগিয়ে, তবুও রিশাদে ভরসা রাখছেন মুশতাক Sep 16, 2025
img
শেখ হাসিনার মামলায় মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ Sep 16, 2025