ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের

হামলা না থামালে ইসরায়েলকে ‘‘আরও কঠোর জবাব’’ দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান।

টেলিফোনে আলাপকালে তিনি বলেন, ইরান কোনও সংঘাত শুরু করেনি। বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি বাহিনী যাতে ইরানে হামলা চালাতে না পারে সেজন্য পদক্ষেপ নিতে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

রোববারও টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইরানি হামলার হালনাগাদ তথ্যে ইসরায়েল বলেছে, গত এক ঘণ্টায় ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

রোববারের ইরানি হামলার পাল্টায় ইসরায়েলি বাহিনীও ইরানের বিভিন্ন শহরে ড্রোন ও বিমান হামলা চালানোর দাবি করেছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, ইরানের আকাশে প্রবেশ করা ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে, ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১২৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯০০ জন। শনিবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনই শিশু। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর বলেছেন, সেখানে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের ৩০ জনই সামরিক বাহিনীর সদস্য এবং একজন ইরানি রেড ক্রিসেন্ট কর্মী।

ইরানের রেড ক্রিসেন্ট বলেছে, পশ্চিম আজারবাইজান প্রদেশে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অ্যাম্বুলেন্সের দুই কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দু’দিন আগে বলেছিলেন, ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছেন।

সূত্র: বিবিসি।

আরএম/টিএ  



Share this news on:

সর্বশেষ

img
আইনের বাধায় সেনা প্রত্যাহার কার্যক্রম স্থগিত ট্রাম্পের Nov 16, 2025
img
জামিনের পর হিরো আলম, ‌‘আমাকে কেউ জিরো বানাতে পারবে না’ Nov 16, 2025
img
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ: অ্যাডহক কমিটি না থাকলে সভাপতির ভূমিকা ইউএনও-ডিসির Nov 16, 2025
img

পুলিশের কাছে নিখোঁজ তরুণীর বার্তা

আমাকে খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি Nov 16, 2025
img
বক্স অফিসে অজয়-রাকুলের ছবি কেমন জমলো? Nov 16, 2025
img
নির্বাচনে যারা পেশিশক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ Nov 16, 2025
img
বিআইআইএসএস-এর নতুন ডিজি রিদওয়ানুর রহমান Nov 16, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে: রিজভী Nov 16, 2025
img
এআই প্রযুক্তিতে বানানো ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করল অর্থ মন্ত্রণালয় Nov 16, 2025
img
কাফনের কাপড়ে রাস্তায় শুয়ে রিজভীকে আটকে দিলেন নেতাকর্মীরা Nov 16, 2025
img
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে Nov 16, 2025
img
জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি Nov 16, 2025
img
হাসিনার বিরুদ্ধে মামলার রায় আগামীকাল, ন্যায়বিচার চাইলেন মির্জা ফখরুল Nov 16, 2025
img
ফার্স্ট লুকেই ঝড় তুলেছে মহেশ-প্রিয়াঙ্কার সিনেমা Nov 16, 2025
সুখী পরিবার দুটি গুণ | ইসলামিক টিপস Nov 16, 2025
img
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড Nov 16, 2025
img
ইবির পরীক্ষার হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীকে থানায় সোপর্দ Nov 16, 2025
বাজরাঙ্গি ভাইজানের মুন্নি এবার দক্ষিণ ভারতের বড় পর্দায় Nov 16, 2025
সঞ্জয় কাপুরের মৃত্যু পরবর্তী সম্পত্তি বিবাদে হাইকোর্টের কড়া নজর Nov 16, 2025
যেখানেই গিয়েছি, সব জায়গায় নিজেকে উন্নতি করার চেষ্টা করি : সাইফ হাসান Nov 16, 2025