পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

পটুয়াখালী সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের এক সর্দার নিহত হয়েছেন।

শনিবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।

নিহতের নাম চান মিয়া হাওলাদার (৪২)। তার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামে।

পুলিশের দাবি, চান মিয়া একটি ‘আন্তঃজেলা ডাকাত দলের’ সর্দার ছিলেন। বরগুনা সদর থানার একটি ডাকাতির মামলায় ১০ বছর ৬ মাসের সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা রয়েছে।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঈদুল আজহা সামনে রেখে ডাকাত সর্দার চাঁন মিয়া তার দলবল নিয়ে কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বল্লভপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে রাতে পটুয়াখালী-আমতলী মহাসড়কে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতদের ঘেরাও করতেই পুলিশের ওপর হামলা চালায় ডাকাত দলের সদস্যরা। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন ডাকাত সর্দার চাঁন মিয়া। এ সময় অন্য ডাকাত সদস্যরা পাশের বরগুনা জেলার সীমানায় পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, বন্দুকের গুলির খোসা ও দেশি অস্ত্র উদ্ধার হয়। চাঁন মিয়ার লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: