মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক মেহেদী হাসান। তিনি চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলার বহরী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। অপরজন মোটরসাইকেলের আরোহী মো. মুন্না একই গ্রামের আ. মান্নানের ছেলে।
মোটরসাইকেলটি কুমিল্লা অভিমুখী ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন চালক ও আরোহী। এ সময় ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআর