বলিউডে নাকি ঝড় উঠছে আর পুজা হেগড়ের কলিজার খবর চলছে টলিউডে! ফ্লপের ধাক্কা পেয়েও থেমে না, পুজা হেগড়ের কেরিয়ার যেন এখনো ঊর্ধ্বমুখী। ‘রেট্রো’, ‘দেবা’, ‘কিসি কা ভাই কিসি কি জান’— এই সব ছবির ব্যবসা যেন বক্স অফিসে হতাশাজনক হলেও পুজার নাম থেমে নেই বড় বড় ছবির কাস্টিং তালিকায়।
কলকাতার জনপ্রিয়তার ছায়ায় তাঁকে পেয়েছেন টলিউডের সুপারস্টাররা। বিজয়ের শেষ ছবি ‘জনা নায়াগন’-এ ফ্রন্ট লাইন প্রধান চরিত্রে, ‘কাঞ্চনা ৪’-এ প্রধান ভূমিকায়, রাজনীতকের লেগেন্ড রাজিনিকান্তের ‘কুলি’তে একটি আইটেম গান এবং আরও নতুন খবর, ধনুষের পরবর্তী ছবি ‘পর তোঝিল’-এও পুজার নাম আলোচনায়।
অনেকেই প্রশ্ন তুলছেন, এতবার বক্স অফিসে ব্যর্থ হলেও কীভাবে এত বড়ো বড়ো প্রজেক্টে তিনি সুযোগ পাচ্ছেন? অনলাইনে শুরু হয়েছে তর্ক-বিতর্ক, কারো মতে গুণী অভিনেত্রীরা অনেক, কিন্তু সুযোগ পাচ্ছেন পুজা কেন?
বিশ্লেষকদের ধারণা, পুজার গ্ল্যামার, তারকা মূল্য এবং শক্তিশালী জনসংযোগ নেটওয়ার্ক এই সুযোগের পেছনে বড়ো কারণ। এছাড়া বড়ো ছবিতে আইটেম গানে কাজ করতে আগ্রহী হওয়ায় পরিচালকরা তাঁকে নিয়েই যাচ্ছেন।
ফলশ্রুতিতে, যদিও ব্যবসায়িক দিক থেকে পুজার ছবিগুলো বড়সড় সাফল্য পায়নি, তবুও তাঁর উপস্থিতি টলিউডের বড় লিগে এখনো অটুট। ধনুষের ছবিতে তাঁর ভুমিকা চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে শীঘ্রই সে নিয়ে স্পষ্টতা আসবে।
শেষ কথা, পুজা হেগড়ের ফিল্মোগ্রাফি হয়তো ঝাঁকুনির নয়, কিন্তু তারকা ছবির গ্ল্যামারে তিনি এখনো রীতিমতো আলো ছড়াচ্ছেন। টলিউডের বড়ো বড়ো প্রজেক্ট থেকে তাঁকে আর সহজে বাদ দেওয়া যাবে না।
এসএন