নওগাঁর মান্দায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. গোলাম আজমকে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মো. গোলাম আজম (৪৫) বিষ্ণুপুর ইউনিয়নের চককাদেব গ্রামের সাইদুর রহমানের ছেলে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন চককামদেব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বিকেল ৪টার সময় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইউএনও মো. শাহ আলম মিয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আজম নিজেও উপস্থিত থেকে বিদায়ী সংবর্ধনা জানান। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি নিজ বাড়ি ফেরার পথে পুলিশ তাকে নাশকতার মামলায় গ্রেফতার করে।
এ বিষয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান গণমাধ্যমকে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হবে।
এফপি/ টিএ