ফেনীর পরশুরাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৪ জুলাই) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন: ঢাকার যাত্রাবাড়ি থানার উত্তর সায়েদাবাদ এলাকার আবদুর রবের মেয়ে রোজিনা (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীঘর এলাকার মোহন মিয়ার মেয়ে সাকেরা (৪৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুজন ভারতের রাজনগরের মো. খালেক নামে এক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সোমবার সকালে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির জয়ন্তী নগর বিওপির টহল দল তাদের আটক করে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আটক দুজনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে।’
আরআর