বাংলাদেশে বিনিয়োগে মিশরীয় উদ্যোক্তাদের আহ্বান রিজওয়ানা হাসানের

বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা কাজে লাগাতে মিশরের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মিশরীয় বিপ্লবের ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিজওয়ানা হাসান মিশরের জাতীয় দিবসে সে দেশের সরকার ও জনগণকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ও মিশরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

নিজের মিশর ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে উপদেষ্টা বলেন, মিশরের সমৃদ্ধ ঐতিহ্য, জাদুঘর এবং নীল নদের অবিনশ্বর সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে। মিশরের প্রতিটি নাগরিক তাদের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য গর্ব করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

রিজওয়ানা হাসান বাণিজ্য, শিক্ষা, কৃষি, জ্বালানি ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-মিশর দ্বিপাক্ষিক সম্পর্কের সম্প্রসারণের কথা তুলে ধরেন। বাংলাদেশ ও মিশরের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ চালু হওয়াকে তিনি জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রসঙ্গে তিনি ২০২৫ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, এই অভ্যুত্থান একটি নতুন জাতীয় সংলাপের সূচনা করেছে– যা হবে সমতা, ন্যায়, মর্যাদা এবং বৈষম্যহীনতার ভিত্তিতে গঠিত।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ-মিশর সম্পর্ক আরও জোরদারে মিশরীয় দূতাবাসের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং ২০২৪ সালের ডিসেম্বর মাসে কায়রোতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সফর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পররাষ্ট্র দপ্তরের দ্বিপাক্ষিক বৈঠকের কথাও উল্লেখ করেন।

রিজওয়ানা হাসান মিশরের পক্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত বৃত্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতিসংঘ, ওআইসির মতো আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে মিশরের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমিও বক্তব্য দেন। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

এফপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ Jul 15, 2025
মিটফোর্ডের ঘটনায় যা বললেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকদলের এই নেতা! Jul 15, 2025
img
জেদ্দায় হঠাৎ গায়েব লেবার কাউন্সেলর! Jul 15, 2025
img
ভোটার নিবন্ধনের জন্য আবেদন ৪৮ হাজারের বেশি প্রবাসীর: ইসি Jul 15, 2025
img
বিএনপি নেতাকে ফুলের মালা দিলেন ওসি Jul 15, 2025
img
বাংলাদেশের এক ক্লাবের উপর দলবদলে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা Jul 15, 2025
img
বাংলাদেশ টিম আমার বাপ-দাদার সম্পত্তি না : সালাউদ্দিন Jul 15, 2025
img
বাংলাদেশিদের জন্য মিসরের ভিসায় কোনো নিষেধাজ্ঞা নেই Jul 15, 2025
img
পাবলিক আইপি না পাওয়ার কারণে আটকে আছে জাপানের ভোটার কার্যক্রম Jul 15, 2025
img
ইসির বাছাইয়ে ১৪৪টি নতুন দল প্রাথমিক শর্ত পূরণে ব্যর্থ Jul 15, 2025
img
এনবিআরের ৫ যুগ্ম কমিশনারসহ ৮ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত Jul 15, 2025
img
আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া Jul 15, 2025
img
আজ থেকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি শুরু Jul 15, 2025
img
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ইসি Jul 15, 2025
যেকারনে বার বার প্রত্যাখ্যান হচ্ছে বাংলাদেশিদের ভিসা Jul 15, 2025
ড. ইউনূসকে বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট জুটের উচ্ছ্বসিত প্রশংসা Jul 15, 2025
img
সংবিধানে গণভোট যুক্ত করার পক্ষে মত দিয়েছি: তাহের Jul 15, 2025
img
বোনের সিঁথির সিঁদুরের থেকে সিনেমা বড় নয় : অনুপম খের Jul 15, 2025
img
বগুড়ায় যুবলীগ নেতাকে গ্রেফতার করল পুলিশ Jul 15, 2025
img
চীনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন এস জয়শঙ্কর Jul 15, 2025