জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর বিশেষ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান রতন।
এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
মামলা সূত্রে জানা গেছে, দুদুক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল বরাবর গত ২০২১ সালের ২৪ জানুয়ারি সরিষবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা স্থাবর ও অস্থাবর মিলে ২ কোটি ৮৫ লাখ ৪ হাজার ৪০৮ টাকা মূল্যমানের সম্পদ অর্জনের তথ্য দাখিল করেন। দুদক সম্পদের তথ্য বিবরণী যাচাই ও অনুসন্ধান করে স্থাবর ও অস্থাবর সম্পত্তির গড়মিল পায়।
অনুসন্ধানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ৫ কোটি ২ লাখ ৩০ হাজার ১৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। অর্জিত সম্পদের তথ্য গোপন করে মিথ্য ও ভিত্তিহীন তথ্য প্রদান করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর-২৬(২) ধারায় মামলা দায়ের করে দুদক।
বৃহস্পতিবার মামলা প্রসঙ্গে জামালপুর বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট লুৎফর রহমান রতন বলেন, আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন বাদশার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যথাযথভাবে মামলাটি দায়ের করা হয়েছে।
টিকে/