কেউ কেউ ষড়যন্ত্র করে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের।
শুক্রবার (১৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। গণতন্ত্রের পথে উত্তরণের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।’
পিআর পদ্ধতির কথা বলে অনেকে গণতন্ত্রের পথে উত্তরণের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চায় বলেও অভিযোগ এই বিএনপি নেতার।
১১ মাসেও নির্বাচন না হওয়াকে সরকারের ব্যর্থতা দাবি করে ডা. জাহিদ হোসেন বলেন, ‘অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয়, তারা আজীবনের জন্য ক্ষমতায় এসেছেন। ভোটের অধিকার ফিরিয়ে দিলে জনগণ সরকারকে ফুলের মালা দেবে। অন্যথায় স্বৈরাচারের মতো বিদায় করা হবে।’
দেশে এখনো স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যে সক্রিয়, গোপালগঞ্জের ঘটনাই তার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মোটর চালক দল। সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
সরকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরুণ নেতাদের সন্ত্রাসীদের হাতে তুলে দিয়ে ব্যার্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গোপালগঞ্জের মতো ঘটনা ঘটিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেয়ার পথে বাধা সৃষ্টি করে কারা সরকারকে ব্যার্থ করতে চাইছে, তাদের খুঁজে বের করতে হবে।’
কেএন/এসএন