সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস

অন্তর্বর্তী সরকার এক দলকে কোলে আরেক দলকে কাঁধে রেখেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না। আমরা আপনাদের সহযোগিতা করছি। দ্রুত নির্বাচন দিন, দেশে শান্তি ফিরবে। না দিলে আমরা ভাবব, দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ধরে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস।

বিকেল ৫টায় মৌন মিছিল শুরু হয়। মিছিলের সামনের সারিতে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। মিছিলটি কাকরাইল, মৌচাক হয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। কর্মসূচির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সংক্ষিপ্ত সমাবেশে দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে।

শহীদদের নিয়ে আফসোস হয় জানিয়ে তিনি বলেন, শহীদদের নিয়ে ব্যবসা-বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে। তারা বেঁচে থাকলে লজ্জা পেতেন। তারা যে কারণে জান দিয়েছিল, যে কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজকে হচ্ছে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং শহীদদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন আন্দোলনের শহীদ, আন্দোলনের শহীদ, আরে ভাই জুলাই আন্দোলনের শহীদদের সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই। তারা দেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে।

মির্জা আব্বাস বলেন, আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি কিন্তু সেগুলোর প্রতিদান নিই নাই, চাইও না। কিন্তু জুলাইকে ভিত্তি করে একটি দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আর কিছু দল আছে যারা বেচা-কেনা করছে।

তিনি বলেন, একজন তথাকথিত পীর সাহেব বলেছেন, ‘জামায়াতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গায় পচে যাবে’। মনে আছে কি আপনাদের কথাটা? তিনি আজকে জামায়াতের কোলে উঠে বসেছেন। আবার যেই জামায়াত একসময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে, একসময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে। বিভিন্ন সময়ে তারা দালালি করেছে, তাদের বিক্রি করছে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপিকে অনেকে আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। দয়া করে জিহ্বায় একটু লাগাম দিন। তাতে আমাদের সবার ভালো হবে। এমন বাজে কথা বলবেন না যা মানুষের রক্তে আগুন ধরে দিতে পারে। বিএনপি ঝগড়ার দল নয়, বিএনপি গণতন্ত্রকামী দল, জনগণের সঙ্গে নিয়ে লড়াই করে।

মির্জা আব্বাস বলেন, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য বিএনপি ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ। কিন্তু বিএনপির এক নেতাকর্মীও জীবিত থাকলে তারা কখনো সফল হবে না। আমাদের নেতাকর্মীরা জেল খাটতে অভ্যস্ত, রাস্তায় আন্দোলন করতে অভ্যস্ত। জীবন ও যৌবনের অর্ধেক সময় রাজপথ ও জেলখানায় কাটিয়েছি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল হক মজনু, সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। 


ইউটি/টিকে


Share this news on:

সর্বশেষ

img
এনসিএল ম্যাচ দিয়ে প্রাণ ফিরে পাচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম Sep 13, 2025
img
‘কিং’ এর শুটিং থামিয়ে হঠাৎ দেশে ফিরছেন শাহরুখ খান! Sep 13, 2025
img

শচীন টেন্ডুলকারের নাকচ

বিসিসিআই সভাপতির দৌড়ে হরভজন সিং Sep 13, 2025
img
এই সংবিধানটা বদলাতে হবে : সারোয়ার তুষার Sep 13, 2025
img
অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের সেই নিষিদ্ধ সিনেমা! Sep 13, 2025
img
জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর : নুর Sep 13, 2025
img
ভারতের ‘বি’ দলও পাকিস্তানকে হারাতে পারবে : ওয়াসান Sep 13, 2025
img
সিরিয়াকে বিপুল পরিমাণ তেল দিচ্ছে সৌদি আরব Sep 13, 2025
img
ইলন মাস্ক বনাম মাইক্রোসফট : চার্লি কার্ক ইস্যুতে নতুন বিতর্ক Sep 13, 2025
img
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশকে হারাতে প্রস্তুত শ্রীলঙ্কা Sep 13, 2025
img
জুলাই সনদ বাস্তবায়নে ৯ দফা প্রস্তাব দিল জাতীয় ঐক্যজোট Sep 13, 2025
img
জাকসু নির্বাচনের রায় মেনে ছাত্রদলের এজিএস প্রার্থীর স্ট্যাটাস Sep 13, 2025
img
২৪ ঘণ্টায় দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস Sep 13, 2025
img
জয়া বচ্চনের সঙ্গে শপিং-এ কম যান অভিষেক, কারণ কী? Sep 13, 2025
img
বিএনপির ২ নেতাকে স্থায়ী বহিষ্কার Sep 13, 2025
img
দেড়টা থেকে দুইটার মধ্যে ঘোষণা হতে পারে জাকসুর ফলাফল Sep 13, 2025
img
আ. লীগের ভোট জামায়াত পেয়েছে বলা মানে দলকে আরও বিপদে ফেলা: রুমিন ফারহানা Sep 13, 2025
img
এমন ভয়ংকর ব্যর্থতা জীবনেও দেখিনি, জাকসু নির্বাচন প্রসঙ্গে মাসুদ কামাল Sep 13, 2025
img

ভারত-পাকিস্তান ম্যাচ

পাঞ্জাব কিংসের ব্যানারে বিতর্ক, জবাব আসলো করাচি কিংস থেকে Sep 13, 2025
img
ভবন থেকে পড়ে প্রাণ হারালেন চীনের জনপ্রিয় অভিনেতা Sep 13, 2025