সিনেমা হলগুলো দর্শক হারানোর কারণ জানালেন পঙ্কজ ত্রিপাঠি!

বর্তমানে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি কমে যাওয়া ভাবাচ্ছে চলচ্চিত্র নির্মাতা ও হল মালিকদের। কেউ বলছেন ওটিটি প্ল্যাটফর্মের উত্থান দায়ী, আবার কেউ মনে করছেন দর্শকের রুচির পরিবর্তনই বড় কারণ। তবে জনপ্রিয় বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি মনে করেন, সিনেমা হলের টিকিটের উচ্চমূল্যই বড় একটি প্রতিবন্ধকতা। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় অভিনেতার নতুন সিনেমা ‘পরিবারিক মনোরঞ্জন’-এর শুটিংয়ে গিয়ে পঙ্কজ বলেন, টিকিটের দাম একটা বড় ইস্যু। একটা পরিবার যদি হলে যেতে চায়, সেটা আজকের দিনে খুব ব্যয়বহুল হয়ে যায়। টিকিট তো আছেই, তার ওপর খাবারের দামও অত্যন্ত বেশি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মেট্রো ইন দিনো’-তে দেখা গেছে ৪৮ বছর বয়সী এই অভিনেতাকে। তিনি বলেন, আমি সিনেমার ব্যবসায়িক দিকটা খুব একটা বুঝি না। আমি একজন অভিনেতা, তাই আমার মনোযোগ শুধুই ছবির ওপর। তবে এটুকু বুঝি যে, সিনেমার টিকিট অনেক বেশি দামি হয়ে গেছে, আর এটাই দর্শক না আসার একটা বড় কারণ।

টিকিট মূল্য কমালে যে হলের ভিড় বাড়ে, সে ব্যাপারেও নিজের পর্যবেক্ষণ শেয়ার করেছেন পঙ্কজ। তিনি বলেন, যখন বিশেষ দিনে টিকিটের দাম কমে, তখন হলে দর্শক উপচে পড়ে। সুতরাং ন্যায্য মূল্যে টিকিট দিলে দর্শক আবার হলে ফিরবে। তিনি আরও বলেন, একটা পরিবার যদি হলে যেতে চায়, তাদের প্রায় ২ হাজার টাকা খরচ করতে হয়, সময়ও দিতে হয় প্রায় পাঁচ ঘণ্টা গাড়ি করে আসা-যাওয়া, পার্কিং, স্ন্যাক্স সব মিলে এটা বেশ চাপের।



তবে পঙ্কজ বিশ্বাস করেন, ভালো সিনেমা হলে দর্শক অবশ্যই আসবে। যখন ভালো সিনেমা আসে, তখন দর্শক আসে। যেমন ‘স্ত্রী ২’ (২০২৪)-এর সময় প্রচুর দর্শক হলে গিয়েছিল। তাই আমি মনে করি, প্রেক্ষাগৃহে দর্শক আনতে হলে ট্রেলার আকর্ষণীয় হতে হবে অথবা মুখে মুখে প্রশংসা ছড়াতে হবে।

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের কারণে মানুষ নিজস্ব সময় ও জায়গায় সিনেমা দেখতে পাচ্ছে, আর সেটিও অনেক সময় সাবস্ক্রিপশনে ফ্রিতেই। এই প্রসঙ্গে পঙ্কজ বলেন, তবুও আমার মনে হয় কমিউনিটি ভিউইং-এর আলাদা আনন্দ আছে, আর সেই জন্যেই সিনেমা হল, থিয়েটার, উৎসব টিকে আছে। ওটিটি সেই অভিজ্ঞতা দিতে পারে না। নিজের অভিনীত সিনেমা ‘ম্যায় অটল হুঁ’ (২০২৩)-এর উদাহরণ টেনে তিনি বলেন, এই সিনেমা হলে তেমন ব্যবসা করেনি, কিন্তু পরে ওটিটিতে ভালো রেসপন্স পেয়েছে। অনেক সিনেমা আছে যেগুলো প্রথমে চলেনি, কিন্তু পরে রিলিজে দারুণ সাড়া পেয়েছে।

তিনি আরও যোগ করেন, অভিনেতা হিসেবে আমি দুটি মাধ্যমে সমান ভালোবাসা পাচ্ছি। তাই এখন আমি একটার পর একটা সিনেমার পাশাপাশি ওটিটি প্রজেক্টও করছি।

কেএন/টিএ


Share this news on:

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে একাকীত্বের প্রবণতা বাড়ছে Jul 19, 2025
img
সন্ত্রাসীদের গ্রেপ্তারে ও বিচারে সহযোগিতা করুন : মাহফুজ আলম Jul 19, 2025
মঞ্চে ভাষণ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির Jul 19, 2025
বিএনপির পতাকা ঘরে পইড়া আছে, এখন চলে না ভাই Jul 19, 2025
img
সরকার সব ঠিক করে দেবে, এমন ধারণা থেকে বের হতে হবে : রিজওয়ানা Jul 19, 2025
img
গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ হারালে বাংলাদেশ পিছিয়ে যাবে : মির্জা ফখরুল Jul 19, 2025
img
স্যারকে যতটুকু দেখেছি তাতে মুগ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই : মিম Jul 19, 2025
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ Jul 19, 2025
বাংলাদেশ যেকোনো দেশেই ভালো দল, ঘরের মাঠে বেশি শক্তিশালী; সালমান আলী Jul 19, 2025
ট্রাম্পের ৫০ দিনের আল্টিমেটামকে তাচ্ছিল্য রাশিয়ার Jul 19, 2025
প্রযুক্তির শিখরে জাপান, তৈরি করল সর্বোচ্চ গতির ইন্টারনেট Jul 19, 2025
জামায়াতের জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান! Jul 19, 2025
img
মঞ্চে বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন জামায়াত আমির, বসেই দিলেন বক্তব্য Jul 19, 2025
img
‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে’ Jul 19, 2025
img
জন্মদিনে মানুষকে প্রকাশ্যে আনলেন স্মৃতি মান্ধানা Jul 19, 2025
img
মিষ্টি জান্নাতকেই বিয়ে করবেন শাকিব খান? Jul 19, 2025
করোনার পর বেড়েছে সামাজিক বিচ্ছিন্নতা, বাড়ছে ডায়াবেটিস Jul 19, 2025
সাঈদীর রায় পরবর্তী ও বিগত সময় মনে করিয়ে দিলেন সাদিক কাইয়ুম Jul 19, 2025
img
দিল্লী নয় পিন্ডি নয় এই দেশ আমার বাংলাদেশ : দুলু Jul 19, 2025
img
সাত দফা এই জাতির টিকে থাকার শপথ, সার্বভৌমত্বের দফা : বিডিপি চেয়ারম্যান Jul 19, 2025