জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে রাষ্ট্রের কত অর্থ ব্যয় হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের জেদ পূরণে রাষ্ট্রের এতগুলো টাকা খরচ হলো।
বাংলাদেশের রাষ্ট্রপতি ঢাকার বাইরে কোথাও গেলে প্রতি ঘণ্টায় ৭২ লাখ টাকা খরচ হয় এবং প্রধানমন্ত্রী গেলে প্রতি ঘণ্টায় খরচ হয় ৮১ লাখ টাকা। এরা (এনসিপি) যে অনুষ্ঠান করেছে, সেখানে একই রকম নিরাপত্তা ছিল।
বরং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সফরে সাঁজোয়া যান যায় না, কিন্তু এদের সঙ্গে গিয়েছিল। আমাকে একজন হিসাব দিলেন প্রায় ৮ কোটি টাকা খরচ হয়েছে সরকারের।
মাসুদ কামাল বলেন, এনসিপি নেতা বলেছেন মুজিবের জন্মভূমিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। এতে জাতির কী লাভ হয়েছে? আপনাদের কী লাভ হয়েছে।
আপনাদের প্রতি দেশের মানুষের সম্মান বাড়েনি; বরং ভয় বেড়েছে, আতঙ্ক বেড়েছে।
তিনি বলেন, আমি অবশ্যই চাইব এনসিপি সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকে যাক। আমরা সব সময় একটা বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজেছি, আমি চেয়েছি এই তরুণরা ভালো কিছু করুক। সেই সম্ভাবনা আপনারা নিজেরাই নষ্ট করে দিয়েন না।
হিংসা তৈরি করে কিছু অর্জন করা যায় না, মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করুন।
পিএ/টিএ