দীর্ঘ দুই বছরের সংস্কারকাজ শেষে ক্যাম্প ন্যুতে ফেরার ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। কিন্তু তা আপাতত সম্ভব হচ্ছে না। নিরাপত্তাজনিত কিছু অনুমতি না মেলায় গাম্পের ট্রফির ম্যাচ আয়োজিত হচ্ছে অন্য ভেন্যুতে।
ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’তে ফেরার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রবেশপথ ও আশপাশের নিরাপত্তাব্যবস্থা সংক্রান্ত কিছু জটিলতা।
এ কারণে ১০ আগস্ট হুয়ান গাম্পের ট্রফির ম্যাচটি আয়োজন করা হবে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কোমোর বিপক্ষে ঐতিহ্যবাহী এই প্রাক মৌসুমের ম্যাচ দিয়েই সংস্কারের পর নিজেদের ঐতিহাসিক ঘরে ফেরার কথা ছিল কাতালান ক্লাবটির। ক্লাব কর্তৃপক্ষ কিছু অনুমতি পেলেও পুরোপুরি সবুজ সংকেত না পাওয়ায় শেষ মুহূর্তে ভেন্যু বদলাতে হচ্ছে।
মাত্র ছয় হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামটি সাধারণত বার্সেলোনার নারী দলের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।
ফলে গাম্পের ম্যাচে বড় পরিসরে দর্শক সমাগমের সুযোগ থাকছে না।
২০২৩ সালের মে মাসে সর্বশেষ ক্যাম্প ন্যুতে খেলেছিল বার্সেলোনা। এরপর থেকেই সেখানে শুরু হয় ব্যাপক সংস্কারকাজ। অডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান ‘স্পটিফাই’-এর সঙ্গে স্পনসরশিপ চুক্তির আওতায় স্টেডিয়ামটির নাম বদলে রাখা হয় ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’।
প্রথমে ঘোষণা করা হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে ক্যাম্প ন্যুতে ফিরবে বার্সা।
পরে সেই সময়সীমা পিছিয়ে দেওয়া হয়। চলতি মাসের শুরুতে আবার জানানো হয়েছিল, গাম্পের ম্যাচ দিয়েই হবে ফেরার শুভসূচনা। সেক্ষেত্রে দর্শকসংখ্যা সীমাবদ্ধ থাকত ২০ থেকে ৩০ হাজারের মধ্যে।
তবে সব পরিকল্পনায় ছেদ পড়েছে শেষ মুহূর্তের এই নিরাপত্তাজনিত কারণে।
এখন আশা করা হচ্ছে, ২০২৫-২৬ মৌসুমের শুরুতে, লা লিগায় নিজেদের প্রথম তিনটি অ্যাওয়ে ম্যাচের পর, সেপ্টেম্বরের শুরুতে ক্যাম্প ন্যুতে ফিরতে পারবে বার্সেলোনা। ভেলেন্সিয়ার বিপক্ষে হোম ম্যাচ দিয়েই হতে পারে সেই প্রত্যাবর্তন।
স্টেডিয়ামের পূর্ণ সংস্কার কাজ অবশ্য ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই। এর আগ পর্যন্ত ক্লাবটির লক্ষ্য, ৫০ থেকে ৬০ হাজার দর্শক নিয়ে খেলা আয়োজন করা এবং সূচির ফাঁকে সংস্কার কাজ চালিয়ে যাওয়া।
প্রসঙ্গত, গত দুই মৌসুম বার্সেলোনা নিজেদের হোম ম্যাচ খেলেছে বার্সেলোনার ঐতিহাসিক মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে ক্লাবটি সদ্যসমাপ্ত মৌসুমে ঘরোয়া ট্রেবল-লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে দুর্দান্ত ফর্মে আছে।
পিএ/টিএ