বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেছেন, ‘বিএনপির সঙ্গে যখন ছিলেন, তখন আপনাদের অনেক দায় বিএনপি নিয়েছে।’
শনিবার (১৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘যারা জনগণের অধিকার হরণ ও ফ্যাসিবাদ কায়েম করেছিল, জনগণ ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে তাদের বিতাড়িত করেছে। আপনারাও যদি জনগণের সেই অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী হন, আপনাদের পরিণতিও এ রকম হবে।’
তিনি বলেন, “মানুষ বলত বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতাযুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন জামায়াতকে, রাজাকারদের সঙ্গে রেখেছে। গণতন্ত্রের স্বার্থে যে কথাটি এখন তারেক রহমান বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’ আমরা এই ভূখণ্ডের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলব।”
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
টিকে/