জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২ এর সংবিধান মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা করা হয়নি। পরিকল্পিতভাবে পাহাড়ে জাতিগত বিভাজন করে রাখা হয়েছে। নতুন সংবিধানে সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এনসিপি।
আজ শনিবার রাত পৌনে ৯ টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে এনসিপির পথসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, দেশ পুনর্গঠন, পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে এনসিপি।
এতে আরো বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বান্দরবান জেলার প্রধান সমন্বয়ক মো. শহীদুর রহমান সোহেল প্রমুখ।
টিকে/