বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলটির মুখপাত্র সালাহউদ্দিন আহমদকে নিয়ে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে দলটির এক নেতার দেওয়া বক্তব্যকে অরুচিকর, ইঙ্গিতপূর্ণ ও মানহানিকর উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি ও বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে সভাপতি শাহজাহান চৌধুরী ও অ্যাড. শামীম আরা স্বপ্না বিবৃতিতে বলেন, প্রকাশ্য সভায় একজন জাতীয় নেতাকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্য কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের আওতায় পড়ে না। তাঁরা অবিলম্বে এরকম ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
এদিকে, কক্সবাজার জেলা বিএনপি ছাড়াও দলের অঙ্গ সংগঠনের নেতারা পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক স ম্পাদক ও কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং একই আসনের দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানও পৃথক বিবৃতিতে শর্তহীন ও দ্রুত এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।