তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে মাত্র ১১০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান।
ছোট রানের জবাবে খেলতে নেমে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। পারভেজ ইমনের অপরাজিত ৩৯ বলে ৫৬ রানের সুবাধে জয় পেতে সহজ হয় টাইগারদের। তবে এমন জয়ের পর হতাশা ঝরেছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার কণ্ঠে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান বলেন, ‘হ্যাঁ আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি। একের পর এক উইকেট হারিয়েই গেছি। এই ব্যাপারে আমরা বসে কথা বলব এবং পরের ম্যাচে ফিরে আসার চেষ্টা করব। বাংলাদেশে আপনি খুব একটা ভালো উইকেট পাবেন না। আমরা (ভালো খেলার) চেষ্টা করেছি, তবে হয়নি। আমরা এসব ব্যাপারে বসে কথা বলব অবশ্যই।’
তবে দলের বোলারদের নিয়ে সন্তুষ্ট অধিনায়ক সালমান, ‘তারা (আমাদের বোলাররা) ভালো বোলিং করেছে। খুব বেশি সময় বা মার্জিন ছিল না আমাদের। পরের ম্যাচে আমাদের ভালো ব্যাট করতে হবে। এভাবেই টি-টোয়েন্টি খেলা হয়। মাঝেমধ্যে এমন ম্যাচ আসে। আমাদের খেলাতেই মনোযোগ ধরে রাখছি আমরা। জেতা, হারা অন্য ব্যাপার।’