পাহাড়ি-বাঙ্গালী ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদের

পাহাড়ি-বাঙ্গালী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি রাষ্ট্র কত বেশি বৈচিত্র ধারণ করতে পারে, তার ওপরই রাষ্ট্রের মর্যাদা ঠিক হয়।

পাহাড়ের উন্নয়নে বসবাসরত সব জনগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার কোনো বিকল্প নেই।’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, ‘৭২ এর সংবিধানে সেটিকে অস্বীকার করা হয়েছে। এসব জনগোষ্ঠীর অন্তভূক্তি সেই সংবিধানে নিশ্চিত করা হয়নি। সেখানে জাতির সঙ্গে জাতির বিদ্বেষ, ধর্মের সঙ্গে ধর্মের পার্থক্য সিকুলারিজমের সঙ্গে ইসলামের বিভেদ; এ রকম নানারকম বিভেদ জিইয়ে রাখা হয়েছে।’

এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, ‘পাহাড়ে বসবাস বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন,শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি উভয় জনগোষ্ঠী বঞ্চিত। পাহাড়ে যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে ঐক্য ও সম্প্রীতির কোনো বিকল্প নেই। সম্প্রীতির মাধ্যমে াপাহাড়ে উন্নয়নে ঘটাতে পারলে পাহাড়ি-বাঙালি সবাই লাভবান হবে।’

খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চের সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা। মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন: সংগঠনের সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, খাগড়াছড়ির জেলা সমন্বয়ক মনজিলা ঝুমা প্রমুখ।

এ সময় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার আহ্বান জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এরআগে দুপুর আড়াইটায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ দিকে পদযাত্রায় অংশ নিতে জেলার ৯ উপজেলা থেকে বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন।

এরআগে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পৌঁছান। পদযাত্রা ও সমাবেশ শেষে ফিরে যাবেন ফেনীতে। সেখানেও কর্মসূচি রয়েছে সংগঠনটির।

সমাবেশ শেষে পরে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সবার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল হক।

কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও এপিবিএন সদস্যদেরও নিরাপত্তা দিতে দেখা যায়।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে সামান্য Sep 15, 2025
img
জেনে নিন ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা হ্রাসে সহায়ক খাবারসমূহ সম্পর্কে Sep 15, 2025
img
কোলেস্টেরল নিয়ন্ত্রণে দেশি সবজি, কমাবে হৃদরোগের ঝুঁকি Sep 15, 2025
img
নড়াইল-যশোর মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারাল ৩ Sep 15, 2025
img
বরগুনায় ইউপি সদস্যের মুরগির খামার থেকে ৬২ বস্তা সার জব্দ Sep 15, 2025
img
মালদ্বীপ প্রবাসীদের জন্য হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প আয়োজন Sep 15, 2025
img
ম্যানচেস্টার ডার্বিতে সিটির দাপুটে জয় Sep 15, 2025
img
মালয়েশিয়া প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ Sep 15, 2025
img
ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা Sep 15, 2025
img
পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন উন্মুক্ত হচ্ছে আজ Sep 15, 2025
img
কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুর : ছাত্রদল নেতাসহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা Sep 15, 2025
img
ধানের শীষই দেশের মানুষের মুক্তির পথ : আফরোজা খানম Sep 15, 2025
"বাংলাদেশকে মেনে নিয়ে আমরা রাজনীতি করছি" Sep 15, 2025
"দলের ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নে আমরা আশাবাদী" Sep 15, 2025
যেভাবে শুরু হয় ঐকমত্য কমিশনের যাত্রা, জানালেন আলী রিয়াজ Sep 15, 2025
একদিনে ১২৬ মিলিমিটার বৃষ্টি, চলবে আরও ৫ দিন Sep 15, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 15, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 15, 2025
"জাতীয় সনদ নয়, নাম হতে হবে জুলাই সনদ" Sep 15, 2025
জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে বললেন প্রধান উপদেষ্টা Sep 15, 2025