হতাহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

উত্তরায় মাইলস্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

সোমবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত শিক্ষার্থীদের দেখার পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের শীর্ষ নেতৃত্বের এই বার্তার কথা জানান।

তিনি বলেন, ‘‘আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি। চিকিৎসকদের সঙ্গে আহত শিশুদের অবস্থা সম্পর্কে জেনেছি। আমাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে উদ্বিগ্ন। আমি আহতদের সর্বশেষ অবস্থা জেনে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছি।’’

তিনি আরও বলেন, ‘‘ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতা-কর্মীদের আহতদের পাশে থাকার জন্য বলেছেন। আহতদের রক্তের যেন সংকট না হয়, সেজন্য যেসব হাসপাতালে আহতরা আছেন, তাদের পাশে থেকে প্রয়োজনীয় রক্ত পৌঁছানোর জন্য বলেছেন। সেভাবে আমরা নির্দেশনা সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি।’’

বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমি এখানে এসেছি, আহতদের সম্পর্কে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি বললেন, এখানে ৫২ জন রোগী আছে, তার মধ্যে অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছে, তাদের অবস্থা আশঙ্কাজনক… তাদের শ্বাসনালি পুড়ে গেছে।’’

‘‘আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, যারা আহত হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’’

স্থায়ী কমিটির জরুরি বৈঠক

রাতে তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় দলীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত হয়। আহতদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার জন্য নেতৃবৃন্দকে নির্দেশ দেন তারেক রহমান।

দুর্ঘটনার পর সিনিয়র নেতাদের নিয়োজিত করলেন তারেক রহমান 

দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবীদের আলোচনা সভায় ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার পরপরই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ছুটে যান জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ নেতৃবৃন্দকে পাঠান উত্তরার দিয়াবাড়িতে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে উত্তরার মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতায় অংশ নেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন, নার্সেস অ্যাসোসিয়েশন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উত্তরায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেছেন বলে কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বিমান দুর্ঘটনায় আহতদের বেসরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার নির্দেশ Jul 22, 2025
img
রাজনৈতিক বিবেচনায় সারের ডিলারশিপ দেওয়া হবে না : কৃষি উপদেষ্টা Jul 22, 2025
img
বিএনপির নামে বালু লুট, চাঁদাবাজি করতে দেওয়া হবে না : শহিদুল ইসলাম বাবুল Jul 22, 2025
img
‘কিছু লোক হাসপাতালে গিয়ে লাইভ-ভিডিও করে ভিউ কামাচ্ছে’ Jul 22, 2025
img
কে ভেবেছিল, মা’কে দেওয়া সেটাই হবে শেষ বিদায়? কে জানতো, ওটাই হবে শেষ স্কুলে পৌঁছে দেওয়া? : সাফা কবির Jul 22, 2025
img
৬ দফা দাবিতে মধ্যরাতে উত্তাল মাইলস্টোন কলেজ Jul 22, 2025
img
আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ইশরাক হোসেন Jul 22, 2025
img
এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত এলো রাত ৩টায় Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় চলে গেল আরও ৪ শিক্ষার্থী, মৃতের সংখ্যা বেড়ে ২৭ Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় সাতজনকে চেনা যাচ্ছে না, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩ Jul 22, 2025
'নেগেটিভ ব্লাড ডোনাররা আহতদের পাশে এসে দাঁড়ান' Jul 22, 2025
উত্তরায় বিমান বি-ধ্বস্তে নি’হ”ত ১৯, রাষ্ট্রীয় শোক | টাইমস ফ্ল্যাশ Jul 22, 2025
শুধু বিমানের ত্রুটি নয় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করলেন সাবেক শিক্ষার্থী Jul 22, 2025
img
এরা শুধু খেতে জানে, লুট করতে জানে, আর সবসময় বলির পাঁঠা বানায় সাধারণ মানুষকে : পারসা মেহজাবিন Jul 22, 2025
img
বিমান দুর্ঘটনায় রক্ত দিয়ে এগিয়ে আসার আহ্বান অপু বিশ্বাস- বুবলীর Jul 22, 2025
img
ঢাকায় গ্রেফতার গাইবান্ধা আ. লীগের সহ-সভাপতি Jul 22, 2025
স্বপ্ন দেখতেন খাতায়, আজ গড়েছেন সাম্রাজ্য পিংকি বদলে দিলেন বাস্তবতা Jul 22, 2025
বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন পাইলট তৌকির Jul 22, 2025
সোহরাওয়ার্দীতে জামায়াতের মহাসমাবেশে দেয়া হল যেসব বার্তা Jul 22, 2025