বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমি আপনাদের সঙ্গে কমিটমেন্ট করলাম আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকব। বালু লুট, সালিশের নামে টাকা হরিলুট, অন্যায়-অত্যাচার-জুলুম করতে দেওয়া হবে না।
সোমবার (২১ জুলাই) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সদরপুরের সঙ্গে তার ‘হৃদয়ের সম্পর্ক’ দাবি করে বাবুল বলেন, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পাশেই আমার বাড়ি। আমি রাজনীতি করি ৩৮ বছর ধরে। অনেক চড়াই-উতরাই করে একটা গেরস্ত মধ্যবিত্ত পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রদল করে করে জীবনের ঝুঁকি নিয়ে আজ এ পর্যন্ত এসেছি।
তিনি বলেন, ১৩৮টি মামলা, রক্ত ঝরিয়েছি বার বার, কারাগারে গেছি বহুবার। আমি এই আসনে জোর করে আসিনি, দলের সিদ্ধান্তে এসেছি। ভাষানচর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হাসান রাজু।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খাঁন, ফরিদপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি বেনজির আহম্মেদ তাবরিজ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিথিল, সদরপুর কলেজ শাখা সাবেক আহ্বায়ক রুমন মাতুব্বর, ছাত্রনেতা নজরুল কবির নীরব, তুশার মাহমুদ প্রমুখ।
ইউটি/টিএ