বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘একটি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিমান একটি স্কুলের ওপর পড়ে যাওয়া, শিশু ও শিক্ষকদের নিহত হওয়া, আহত হওয়া, এমনকি বিমানের ফাইটার, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত চালকের নিহত হওয়া পুরো জাতির জন্য শোকাবহ একটি ঘটনা। আমরা প্রত্যেকেই, আমরা তো নানা রকম ঘটনার মধ্য দিয়ে যাই, কিন্তু এই ঘটনা যেখানে চার বছর, পাঁচ বছর, ছয় বছর বয়সী শিশুরা এভাবে পুড়ে মারা যাওয়া—এটা পুরো জাতির জন্য ভয়াবহ রকম ধাক্কা ছিল। এটার দায় সরকার এড়াতে পারে না।
এটার দায় মেয়াদোত্তীর্ণ বিমান, যা প্রশিক্ষণের জন্য ব্যবহার হচ্ছিল কেউ এর দায় এড়াতে পারে না। এটার জবাব সবাইকে দিতে হবে।’
সম্প্রতি একটি বেসরকারি টিভির আলোচনায় ‘দায়হীনতার সংস্কৃতি দেশে এই প্রশ্নগুলোর জবাব কে দেবে? দেশের সার্বিক পরিস্থিতির দায় কার’—এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘তবে এই কষ্ট বিক্ষোভে রূপ নিয়েছে একটি কারণে।
তা হচ্ছে, কালকে থেকেই আমরা লক্ষ করলাম, একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। নিহত কতজন হয়েছে, তার সঠিক একটা তালিকা সরকার দিচ্ছিল না। আহত কত হয়েছে, সেটাও বের করা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয়। কারণ একটা ক্লাসে কতজন ছাত্র-ছাত্রী আছে, কতজন শিক্ষক আছেন, সেটা স্কুল কর্তৃপক্ষ জানে।
সুতরাং এই সংখ্যাটি বলা বা সংখ্যাটিকে কমিয়ে দেখানো সরকারের তরফে কোনো কারণ ছিল বলে আমি মনে করি না।’
টিএ/