জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, এনসিপি নেতৃত্বে সরকার গঠন হলে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। সংবিধান সংশোধন করে হাসিনা ও তার দোষরদের বিচার করা হবে। কোনো দল, ব্যক্তি ও গোষ্ঠী আমাদের বাধা দিয়ে আটকাতে পারবে না। আমরা পুলিশ বাহিনীকে ঢেলে সাজাব।
বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুরে সমাবেশ শেষে কুমিল্লার সমাবেশে যাওয়ার পথে শাহরাস্তিতে পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, রাষ্ট্র যদি আমরা সংস্কার করতে না পারি এর থেকে বড় হত্যাযজ্ঞ মোকাবিলা করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে আমরা রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি।
উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে এ পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির সদস্য সচিব শেখ রহমত উল্লাহ, সদস্য আবদুল্লা আল রেদওয়ান, এমরান হোসেন ও হাসান মজুমদার।
পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন।
কেএন/টিএ