নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম ছাত্রলীগ ও আওয়ামী লীগ থেকে নাটকীয়ভাবে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। দল করে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে নিজের বাড়ির সামনে শরীরে এক বালতি দুধ ঢেলে তিনি এই ঘোষণা দেন।
উপজেলার আগদিয়া গ্রামে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সাজ্জাদুল বলেন, ‘আমি দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এই সংগঠনগুলো এখন জ্ঞানহীন স্বেচ্ছাচারিতায় ভরপুর। এর ফলে আমি মানসিক, শারীরিক, সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার আত্মসম্মান, ব্যক্তিত্ব ও পরিবারকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তাই স্বেচ্ছায় এবং সজ্ঞানে রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন কোনো সুবিধা পাইনি, কাউকে ক্ষতিও করিনি। অথচ সরকার পতনের পর আমার বাড়িতে হামলা হয়, আমাকে মারার চেষ্টা করা হয়। এমনকি নাশকতার মামলায় আমি জেল খাটি, যদিও ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। জেলে থাকা অবস্থায় আমার বাবা মারা যান। এই দুঃসহ অভিজ্ঞতার কারণেই আজ আমি দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। খুব শিগগিরই লিখিত পদত্যাগপত্র জমা দেব।’
সাজ্জাদুলের পদত্যাগের এই ব্যতিক্রমী কায়দা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের সদস্যরাও তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তার ফুফু সোনিয়া বেগম বলেন, ‘দল করতে গিয়ে শুধু ক্ষতি হয়েছে। জেলে থাকার সময় তার বাবা মারা গেছে। আমরা চাচ্ছি ও আর রাজনীতিতে না যাক।”
ঘটনাস্থলে থাকা এক পথচারী আরাফাত মোল্যা জানান, ‘রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি ওনি দুধ দিয়ে গোসল করছেন। পরে জানলাম, ছাত্রলীগ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।’