সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হক ন্যায়বিচারের মাধ্যমেই ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২ টার পর নিজের ফেসবুক পেজে পোস্ট করে এই মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির লিখেন, ‘এ বি এম খাইরুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। নাহ, কোনোমতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি।’
মর্যাদাপূর্ণ চেয়ারে বসে এর আগে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠনসহ সব অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেয়া হয়েছিল।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘তাকে (খায়রুল হক) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায়বিচারই প্রত্যাশা করি। ন্যায়বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন— এই আশাই রাখি।’
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এদিন সকাল ৮টার দিকে ধানমন্ডি থেকে খায়রুল হককে গ্রেফতার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের শেষ সময় খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক।
এমআর/এসএন