রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
তিনি বলেন, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিতের সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করছি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দগ্ধদের চিকিৎসার জন্য চিকিৎসা সামগ্রী দেয়ার আগে তিনি এ কথা বলেন।
ছাত্রদল নেতা বলেন, মাইলস্টোনে দুর্ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে জামায়াতের আমির দায়িত্বশীল জায়গায় থেকেও ভুল বক্তব্য দিয়েছেন।
তিনি বলেছেন, এখানে একশোরও বেশি কোমলমতি শিশুর মৃত্যু হয়েছে। এতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তার এই কথার কারণে সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়েছে। এতেই মাইলস্টোন এবং সচিবালয়ে দুটি মবের সৃষ্টি হয়েছিল।
এই বক্তব্য দেয়ার জন্য জামায়াতের আমিরের দুঃখ প্রকাশ করা উচিত ছিল বলেও মন্তব্য করেছেন নাছির উদ্দীন।
তিনি বলেন, শহীদদের সংখ্যা নিয়ে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যতজন শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের প্রত্যেকের হিসেব নেয়া খুবই সহজ। নিহতের সংখ্যা লুকানোর কেনো সুযোগ নেই।
ছাত্রদল নেতা আরও বলেন, যারা শহিদ হয়েছে তাদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেয়া উচিত এবং যতদিন পর্যন্ত আহত কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসা ১০০ ভাগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি ছাত্রদলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।
পরে ছাত্রদলের পক্ষ থেকে দগ্ধদের চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানের হাতে কিছু চিকিৎসা সামগ্রী তুলে দেয়া হয়।
এমআর/এসএন