বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বিতর্কিত কয়েকজনকে রাখা হয়েছে, যাদের কোনো না কোনোভাবে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রয়েছে। এ কারণেই ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগ সচিবালয়ের মতো জায়গায় স্লোগান দেয়ার সাহস পায়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, স্থায়ী কমিটির সদস্য এম নাসের রহমানসহ অন্য নেতারা।
রিজভী বলেন, ‘ঢাকার মতো জনবহুল এলাকায় বহু পুরোনো যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ চালানো হচ্ছে। যদি প্রশাসন এ বিষয়ে সচেতন থাকতো, তাহলে মাইলস্টোনে এমন দুর্ঘটনা ঘটতো না।’ তিনি প্রশাসনের হেলাফেলা এবং সরকারের নজরদারির অভাবকেই এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী করেন।
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি সরকার আন্তরিক। তবে দক্ষ প্রশাসন গড়ে তুলতে না পারলে এ ধরনের দুর্ঘটনা বাড়তেই থাকবে।’
মব নির্যাতনের প্রসঙ্গে রিজভী বলেন, ‘মব কালচার এখন মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করেছে। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেয়া উচিত, কিন্তু এখন বিচার ছাড়াই জনতা সংঘবদ্ধ হয়ে আক্রমণ চালাচ্ছে। এটা আইনবিরুদ্ধ এবং অপরাধ।’
সভা শুরুর আগে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
এফপি/টিএ