সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুরের বিরামপুরে উপজেলা শাখার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদল দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.শাহজালালের সই করা এক চিঠিতে এ তথ্য জানা যায়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুজার সেতু বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, ‘সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা শাখার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’
এর আগে, বিরামপুরে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠে আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিরামপুর থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল্লাহ উপজেলার হাবিবপুর এলাকার বাদশা মিয়ার ছেলে। সে বিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান নুর ওরফে বাবু।
মামলার এজাহার বলা হয়েছে,‘চলতি সপ্তাহের মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে অটোরিকশা করে কলেজে যাচ্ছিল মেয়েটি। বিরামপুর ব্রিজের কাছে অটো থেকে নেমে আদর্শ স্কুলের রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েটিকে একা পেয়ে তার স্কুল ব্যাগ টেনে ধরে জোরাজোরি করতে থাকে। এক পর্যায়ে স্পর্শকাতর স্থানে হাত দেয়। মেয়েটি চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
পরে ওই শিক্ষার্থী বাড়িতে পৌঁছে পরিবারকে বিষয়টি অবগত করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ‘অভিযুক্ত আব্দুল্লাহ দীর্ঘদিন থেকেই তার মেয়েকে উত্যক্ত করতেন। কলেজে যাওয়া আসার সময় অশ্লীল অঙ্গভঙ্গিসহ বিভিন্ন কুপ্রস্তাব দিতেন। বিষয়গুলো নিয়ে আগেও গ্রাম্য শালিস হয়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম জানান,‘উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
বিষয়টি আমাদের নজরে আসলে আমরা সাংগঠনিকভাবে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
তিনি বলেন, যে ব্যক্তি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে তার বিরুদ্ধেই এমন ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল্লাহর ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
এফপি/ এসএন