আফ্রিকায় প্রথম সেনেগালের গণপরিবহনে যুক্ত হলো ১২১টি বৈদ্যুতিক বাস

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকারে ২০২৪ সালে ‘বাস র‍্যাপিড ট্রানজিট' বা বিআরটি প্রকল্প চালু হয়েছে। এর আওতায় চালু হওয়া বৈদ্যুতিক বাস যাতায়াতের সময় যেমন কমিয়েছে, তেমনি এটি আরামদায়কও।

এর মাধ্যমে এই প্রথম আফ্রিকার কোনো দেশের গণপরিবহনের বহরে যুক্ত হলো বৈদ্যুতিক বাস। সেনেগাল ব্যতীত আর কোনো দেশে এখনও বৈদ্যুতিক বাসের ব্যবহার শুরু হয়নি।

বাসের যাত্রী আবাবাকার নিয়াং বলেন, “নতুন পরিষেবা সত্যিই কার্যকর। কারণ, এটি ভ্রমণের সময় কমায়, এছাড়া বাসগুলি ডিজেল বা পেট্রোলচালিত গাড়ির চেয়ে ভালো। বাসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আর পর্যাপ্ত জায়গাও আছে।”

ডাকারের বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পটি একটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, যেখানে আন্তর্জাতিক সহায়তা আছে।

বর্তমানে রাজধানী যাত্রী পরিষেবা দিচ্ছে বহরের সংখ্যা ১২১টি বৈদ্যুতিক বাস। এ বাসগুলো ডাকারের ১৪টি এলাকাকে যুক্ত করেছে।

এরই মধ্যে ইতিবাচক প্রভাব

টিকিট বিক্রেতা মায়মুনা গেই জানান, “যানজট এড়াতে এবং বাসে যাওয়ার জন্য এখন অনেকেই তাদের গাড়ি ছেড়ে দিচ্ছেন৷ এটা উন্নত অবকাঠামোর দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি পদক্ষেপ।”

রাজধানী ডাকার এখন আরও সাইকেলবান্ধব। কারণ, নতুন বাস লেনের পাশে একটি প্রশস্ত সাইকেল পথও স্থাপন করা হয়েছে যেন আরও বেশি মানুষ গাড়ি ছেড়ে সাইকেল ব্যবহারে আগ্রহী হন।

ইব্রাহিমা গেই কাজের জন্য অনেকদিন ধরে ডাকারে সাইকেল চালাচ্ছেন। তবে এটা নিরাপদ পরিবহন নয়। ইব্রাহিমা গেই বলেন, “আপনাকে গাড়ির মাঝখান দিয়ে পথ বের করতে হয়, যা সাইকেল চালকদের জন্য সত্যিই বিপজ্জনক। সেনেগালে মানুষ খুব বেপরোয়াভাবে গাড়ি চালায়। তাই সাইকেলের নতুন পথ নিয়ে আমি সত্যিই খুশি। এটা অনেক বেশি নিরাপদ এবং দুর্ঘটনা এড়ানো সহজ হবে৷”

আফ্রিকার আর কোথাও ডাকারের মতো ই-বাস অবকাঠামো নেই। তাই ঘানার আক্রা এবং কেনিয়ার নাইরোবির মতো অন্যান্য প্রধান শহরগুলোও এটি অনুসরণ করতে চায়৷
আফ্রিকার বড় শহরগুলোতে রাস্তায় গাড়ির সংখ্যা অনেক বেশি

ডাকারের ই-বাস পরিচালনার দায়িত্বে আছে সেনেগালের ডাকার মোবিলিটি কোম্পানি। এই কোম্পানিতে সরকারের ৩০ ভাগ অংশীদারিত্ব আছে।শহরের যানজট এবং দূষণ কমাতে সরকারের কৌশলের অংশ এই নতুন পরিষেবা।

ডাকার মোবিলিটির পরিবেশ কর্মকর্তা দিয়াখেরে ফায়ে জানান, “ই-বাসগুলো উল্লেখযোগ্যভাবে কার্বন নিঃসরণ কমায়, আর বাতাসের মান উন্নত করে৷ গবেষণা বলছে, ই-বাসগুলো প্রতিবছর পাঁচ কোটি ৯০ লাখ টন পর্যন্ত কার্বন ডাই-অক্সাইড সাশ্রয় করতে সক্ষম।”

বৈদ্যুতিক বাসগুলো সৌরশক্তিতে চলে। বাসগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বেও আছে ডাকার মোবিলিটি। সবুজ ধারণার সাথে সঙ্গতি রেখে কোম্পানিটি পানিও টেকসইভাবে ব্যবহার করে থাকে।

দিয়াখেরে ফায়ে বলেন, “পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমাতে আমাদের গাড়ি ধোয়ার ব্যবস্থা এমন একটি মেশিনের সাথে কাজ করে, যা পানি পুনর্ব্যবহার করে। সে কারণে আমরা বাস পরিষ্কারের জন্য ব্যবহৃত ৮০ ভাগ পর্যন্ত পানি পুনর্ব্যবহার করতে পারি।”

নতুন পরিষেবা অনেক নতুন চাকরির সুযোগও তৈরি করেছে৷ মামাদু ডিয়ালো ৭৫০ জন ব্যক্তির মধ্যে একজন যিনি বিআরটিতে স্থায়ীভাবে কাজ পেয়েছেন। তিনি বাসচালক হিসেবে কাজ করছেন। শিফট শেষে তিনি ব্যাটারি রিচার্জ করেন।

মামাদু ডিয়ালো বলেন, “ডিজেল বা পেট্রোলে চলা গাড়ির কম্বাশ্চন ইঞ্জিন শব্দ এবং বায়ু দূষণ করে। ই-বাসের সেগুলো কম হয়। আমাদের বাস চালকদের জন্য এটা গুরুত্বপূর্ণ৷ কারণ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো।”

বস্তুত, নতুন এই বৈদ্যুতিক বাস ব্যবস্থাটি ডাকারের জন্য এক বিশাল উন্নতি। ‘আন্তর্জাতিক পরিবহণ ও উন্নয়ন নীতি ইনস্টিটিউট' ডাকারের সড়ক পরিবহন কর্তৃপক্ষকে তাদের ২০২৫ সালের টেকসই পরিবহণ পুরস্কার দিয়েছে৷

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img

ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ Sep 14, 2025
img
কাতারে হামলায় মার্কিন-তেলআবিব সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না: যুক্তরাষ্ট্র Sep 14, 2025
img
ডাকসুতে শিবির প্যানেল ৫ মাসে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে: শিবির সেক্রেটারি Sep 14, 2025
img
টপঅর্ডারের ব্যর্থতায় বড় হারের স্বীকার বাংলাদেশ: জাকের Sep 14, 2025
img
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৬২ ফিলিস্তিনি নিহত, গৃহহীন ৬ হাজার Sep 14, 2025
img
সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে অফিস-আদালত অবরোধ কর্মসূচি Sep 14, 2025
img
ন্যাটো দেশগুলো তেল কেনা বন্ধ করলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প Sep 14, 2025
img
নেপালে নতুন রাজনৈতিক সংকট, পার্লামেন্ট পুনর্বহালের দাবি প্রধান দলগুলোর Sep 14, 2025
img
বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৩২তম Sep 14, 2025
img
তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষে : টুকু Sep 14, 2025
img
চাকসু নির্বাচনে ডোপ টেস্টে পজিটিভ হলে বাতিল প্রার্থীতা Sep 14, 2025
img
জেনে নিন, দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Sep 14, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা Sep 14, 2025
img
বাংলাদেশের ম্যাচ হারার ব্যাখ্যা দিলেন লিটন Sep 14, 2025
img
মার্কিন বাজারে বাড়ছে বাংলাদেশের পোশাক রপ্তানি Sep 14, 2025
img
পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল আজ, সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা Sep 14, 2025
img
রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে ড্রোন হামলা ইউক্রেনের Sep 14, 2025
img
ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনা Sep 14, 2025
img
লন্ডনে অভিবাসনবিরোধী লাখো মানুষের বিক্ষোভ Sep 14, 2025
img
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪ Sep 14, 2025