গেল ১২ জুন মৌমাছি গিলে মৃত্যু হয় কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। দেড় মাস পর তার মা রানী কাপুরের দাবি, ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি। একইসঙ্গে কারিশমাও চাইছেন সঞ্জয়ের ৩০০০ কোটি রুপি সম্পত্তির অংশীদার হতে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয়কে জোর করে কিছু এমন কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে যার অর্থ তিনি বোঝেননি। এর আগে তিনি অভিযোগ করেছিলেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো রকম আর্থিক লেনদেন করতে পারছেন না।
এদিকে সঞ্জয়ের মৃত্যুর পর শোনা গিয়েছিল, তার কোম্পানী সোনা কমস্টারের দায়িত্ব আসতে পারে মেয়ে সামাইরা কাপুরের হাতে। কিন্তু সেটি হয়নি। সঞ্জয়ের ৩০০০ কোটি রুপির সম্পত্তি দেখভাল করছেন বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর। কেননা প্রিয়া-সঞ্জয়ের দুই সন্তান এখনও ছোট।
শোনা যাচ্ছে কারিশমাও চাইছেন প্রাক্তন স্বামীর সম্পত্তির ভাগ। পাশাপাশি তার দুই সন্তানের পড়ালেখার জন্য সঞ্জয় ১৪ কোটি টাকার বন্ড কিনে রেখেছিলেন। সেসব নিয়েও বসতে হবে আলোচনার টেবিলে। তবে এসব নিয়ে মুখ খোলেননি কারিশমা।
এসএন