সমন্বয়ক হওয়ার পর পাল্টে গেছে রানার জীবন

সংসার চলত টেনেটুনে। লেগেই থাকত অভাব-অনটন। এই অনটনের পরিবারের সদস্য গ্রামের মসজিদে মাসিক তিন হাজার টাকা বেতনে ইমামতির চাকরি নিয়েছিলেন। চলাচলের জন্য ব্যবহার করতেন বাইসাইকেল।


হাতে থাকত স্বল্প দামের মোবাইল ফোনসেট। তবে হঠাৎ করেই বদলে যায় তাঁর জীবনযাপন। বাইসাইকেলের বদলে ব্যবহার শুরু করেন দামি মোটরসাইকেল, আগের কম দামের মোবাইলের বদলে ব্যবহার করতে থাকেন লাখ টাকার মোবাইল ফোনসেট। শুধু একটি পদ তাঁর জীবন বদলে দিতে শুরু করেছে।

এই পদটির নাম ‘সমন্বয়ক’। আর যাঁর জীবন বদলে যেতে শুরু করেছে, তিনি হামিদুর রহমান রানা। 

সদ্য বিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার আহ্বায়ক কমিটির সদস্য ও সমন্বয়ক ছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি মহেশপুরের বলিভদ্রপুরে।


এলাকায় এখন সবাই তাঁকে ‘সমন্বয়ক রানা’ নামেই ডাকে। জানা গেছে, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমানের কাছের লোক হিসেবে পরিচিত এই হামিদুর রহমান রানা। সমন্বয়ক পরিচয় দিয়ে ভারতীয় সীমান্তবর্তী উপজেলা মহেশপুরে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পুড়াপাড়া পশুর হাট থেকে নিয়মিত মাসোহারা আদায়, নামে-বেনামে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে কমিশন ও চাল বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মহেশপুর পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য ১৮ কোটি ৭৩ লাখ টাকার বরাদ্দ আছে।


এই কাজের ঠিকাদারি নিয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানার সঙ্গে হামিদুর রহমান রানার বনিবনা হচ্ছিল না। পৌরসভার কাজ বণ্টনের জন্য গত ২২ জুলাই দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্যসচিবকে নিয়ে মহেশপুরে গিয়ে জনরোষে পড়েন রানা ও অন্যরা। ওই সময় আরেকটি পক্ষ তাঁদের অবরোধ করে রাখে। পরে স্থানীয় রাজনৈতিক দলের একাধিক নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে রেহাই পান তাঁরা। রানার বিরুদ্ধে মহেশপুর সীমান্তে চোরাচালানে জড়িত থাকার অভিযোগও রয়েছে। সম্প্রতি মহেশপুর উপজেলা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে মোটা অঙ্কের চাঁদাও দাবি করেন রানা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ওই কর্মকর্তাকে মবের ভয় দেখান রানা। পরে ভয়ে ওই কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে চলে যান।

জেলা জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পী গণমাধ্যমকে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের লড়াই-সংগ্রামের সময় আমি মাঠে কখনো রানাকে দেখিনি। হঠাৎ একদিন জানতে পারি, সে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হয়েছে। এর পর থেকে মহেশপুরের বিভিন্ন স্থানে সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে সে। এ নিয়ে আমরা একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেছি, কিন্তু কোনো ফল পাইনি। তার অপকর্ম নিয়ে প্রতিবাদ করলে উল্টো আমাদের হামলা-মামলার ভয় দেখায়।’

তিনি আরো বলেন, ‘রানা আগে টাকার অভাবে চলতে পারত না। এখন সে লাখ লাখ টাকার মালিক বনে গেছে। দামি মোটরসাইকেলে চড়ে। এলাকায় বেশ কয়েক বিঘা জমি কিনেছে বলেও শোনা যাচ্ছে। সে মূলত চাঁদাবাজিসহ সীমান্তে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে গেছে।’

মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা বলেন, ‘সমন্বয়ক রানা আমাদের ভয়ভীতি দেখিয়ে পৌরসভার ঠিকাদারির কাজ বাগিয়ে নিতে চায়। গত ২২ জুলাই একটি দরপত্রের কাজের ভাগ নেওয়ার জন্য তার সংগঠনের জেলা নেতাদের আমাদের এখানে নিয়ে এসেছিল। পরে আরেকটি গ্রুপের হস্তক্ষেপে তারা পালিয়ে যায়।’

মহেশপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজানমাধমকে গনমাধমকে বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। তবে লোকমুখে সমন্বয়ক রানার অপকর্মের কথা শুনেছি। কেউ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হামিদুর রহমান রানা গণমাধ্যমকে বলেন, ‘কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এর আগে সংবাদ সম্মেলন করে আমার অবস্থান তুলে ধরেছি। আমাদের সঙ্গে এখন বিভিন্ন মানুষ শত্রুতা করছে।’

 পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন সূর্যসেন হলের ভিপি Sep 15, 2025
img
ম্যাচ রেফারিকে অপসারণে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান! Sep 15, 2025
img
দাওয়াত না পাওয়ায় মাদ্রাসার অনুষ্ঠানের খাবার খেয়ে নষ্ট করে দিলেন বিএনপি নেতাকর্মীরা Sep 15, 2025
img
সেলেনা গোমেজের নতুন গান ‘সিঙ্গেল সুন’ আসছে শিগগিরই! Sep 15, 2025
img
ভিসি স্যারের প্রতি আমার সম্মান বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে: সাহস Sep 15, 2025
img
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘দৃষ্টিকটু’ পোশাক, ক্ষোভ প্রকাশ করলেন মুক্তি Sep 15, 2025
img
সাকিবের পরিবর্তে দলে যুক্ত হলেন স্কটল্যান্ডের কারি! Sep 15, 2025
img
প্রচলিত ধারার বাইরে গিয়ে সিনেমা শেখাতে চান আমির Sep 15, 2025
img
শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর Sep 15, 2025
img
মধ্যপ্রাচ্যে যাচ্ছে ১১ হাজার টন ইলিশ Sep 15, 2025
img
আওয়ামী লীগ আর হিন্দুস্তান একই পথের সাথী: জয়নুল আবদিন ফারুক Sep 15, 2025
“মানুষ সচেতন না হলে, পাসপোর্ট অফিসের দালাল থামবে না!” Sep 15, 2025
img
আপেলের সঙ্গে কমলার তুলনা, ‘সাইয়ারা’ প্রসঙ্গে আমিশা পাটেল Sep 15, 2025
img
পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন Sep 15, 2025
img
আ. লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস Sep 15, 2025
img
শপথ নিলেন নেপালে সুশীলা কার্কির ৩ মন্ত্রী Sep 15, 2025
img
আজানের শব্দে কবর থেকে নড়ে উঠলো নবজাতক, পরিবার পলাতক Sep 15, 2025
img
ইতালিতে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হন সোহা আলি খান Sep 15, 2025
নবুওয়াতের আগে নবীজির ব্যক্তিত্ব | ইসলামিক জ্ঞান Sep 15, 2025
নবীজির বিয়ের ঘটনা | ইসলামিক জ্ঞান Sep 15, 2025