জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত বিন আবেদী তূর্য্যর ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরের দিকে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে এ ঘটনা ঘটে। হামলায় আহত সাফায়াত বিন আবেদনী তুর্য্যকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শহরের মিয়াপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে জামালপুর শহরে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত তূর্য্যের ওপর কয়েকজন যুবক হামলা করে। এতে সাবেক ছাত্র নেতা সাফায়াত তূর্য্য আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর শহরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত বিনাবেদিন তূর্য্য বলেন, এনসিপির পথসভা শেষে ফৌজদারী মোড়ে পাশে বসে ছিলাম। এসময় কয়কজন ছেলে আমার উপর হামলা করে। তারা আমাকে মারতে মারতে ফৌজাদরি মোড় পর্যন্ত নিয়ে যায়। কয়েকদিন আগে আবিদ সৌরভের চাঁদাবাজির একটি ভিডিও আমি ফেসবুকে পোস্ট করি। ওই বিষয়টি নিয়ে আবিদ সৌরভের লোকজন আজ আমার ওপর হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে এনসিপি নেতা আবিদ সৌরভ বলেন, যখন ঘটনা ঘটে তখন আমি সার্কিট হাউজে ছিলাম। বিষয়টি শোনার পর আমি তূর্য্যকে হাসপাতালে দেখতেও গেছিলাম। কে বা কারা হামলা করেছে তা জানি না। এই ঘটনার সঙ্গে আমি জড়িত না।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ঘটনা শুনেছি, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএন/টিকে