এই সরকারের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, তারা নির্বাচনের তারিখ দিলেও শেষ করতে পারবে বলে মনে হয় না। সরকারের নিরপেক্ষতা এবং সক্ষমতা দুটোই প্রশ্নবিদ্ধ। দেশের পরিস্থিতি ক্রমাগত জটিল হতে শুরু করেছে।
দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরো খারাপ হবে। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন শাসন করলে সেই দেশের পরিস্থিতি কোনো দিনই ভালো হয় না।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ‘যদি বুঝতাম সরকারটা ফাংশন করছে, সরকারটা ডেলিভার করতে পারছে; কিন্তু সেটাও আমরা দেখছি না।
বাংলাদেশ এক অন্ধকার জগতে প্রবেশ করছে। বাংলাদেশের ওপর দিয়ে যেকোনো সময় যেকোনো ধরনের দুর্যোগ আসতে পারে এই রাজনৈতিক পরিস্থিতির কারণে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই আশায় যারা বুক বেঁধেছিলেন তারা এখন বুঝতে পারছেন। সরকার নিজেই এখন বলতে শুরু করেছে, দেশে তো নির্বাচন করার পরিবেশটা নেই।
তার জন্য তাদের দরকার দৃশ্যমান ঐক্য।
তিনি বলেন, এনসিপি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এনসিপি একটা লস্ট কেসে পরিণত হয়েছে। এর দায় যতটা না এনসিপির, তার চেয়ে এনসিপির পেছনে থাকা এবং উপদেষ্টা পরিষদে থাকা ব্যক্তিদের। এমনকি সরকারপ্রধান নিজেও তাদের সম্ভাবনাকে ডিরেইল করেছেন।'
জিল্লুর আরো বলেন, ‘এনসিপির এরা সবাইকে নিগেট করেছে। তাদের আদর্শিক নানা রকমের সম্পর্ক মানুষকে খুবই আশাহত করেছে। যেসব বিদেশি শক্তি তাদের ভরসা দিচ্ছিল, এখন তারাও দূরে সরে যাচ্ছে।’
এমআর/টিকে