বিএনপিতে অনুপ্রবেশকারী সেই যুবলীগ নেতা সেন্টু বহিষ্কার

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির কমিটিতে স্থান পাওয়া সেই যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত একটি চিঠি উপজেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর পাঠানো হয়েছে।

বিএনপির মতো রাজনৈতিক দলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী যুবলীগ নেতা আজমল আলী সেন্টুর বিষয়ে ব্যবস্থা নেওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতারা।

চিঠিতে উল্লেখ করা হয়, কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আজমল আলী শাহ সেন্টুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন অভিযোগের বিষয়টি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দৃষ্টিগোচর হয়। ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা আহ্বায়ক কমিটিকে অবহিত করার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেওয়া হয়।

বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল জহুর ডেন বলেন, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের নির্দেশনা পেয়েছি। রেজুলেশন করে সেন্টুকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান বলেন, বিতর্কিত ব্যক্তি সেন্টুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নজরে আসে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের নৌকার নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন কর্মকাণ্ডে সেন্টুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কারের জন্য জেলা বিএনপি একটি লিখিত চিঠি উপজেলা বিএনপিকে দেওয়া হয়।

সেই নির্দেশনার ভিত্তিতে সেন্টুকে বিএনপির কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।   

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন গণমাধ্যমকে বলেন, বরমচাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে বিতর্কিত যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুকে কমিটিতে রাখার বিষয়টি আমাদের নজরে এলে তাকে বহিষ্কার করার জন্য উপজেলা বিএনপিকে চিঠি দিয়েছি।

গত বছরের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এসব সুযোগ সন্ধানী, বিতর্কিত নেতাকর্মীরা দলে ঢুকে পড়ছেন। ফ্যাসিবাদী আওয়ামী দোসরদের সঙ্গে রাজনৈতিক গভীর সম্পর্ক যাদের রয়েছে, তাদের স্থান বিএনপিতে নেই। যারা তাকে দলে প্রশ্রয় ও কমিটিতে ঢুকার সুযোগ তৈরি করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, বর্তমানে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন চলছে। সেখানেও নির্দেশনা দেওয়া হয়েছে, অন্যদলের কেউ বিএনপিতে ঢোকার কোনো সুযোগ নেই। অনুপ্রবেশকারীদের ভিড়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যেন কোণঠাসা হয়ে না পড়ে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে জেলা বিএনপি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পার হলেও মানবাধিকার সংকট প্রকট : হিউম্যান রাইটস ওয়াচ Jul 31, 2025
img
গাজায় একদিনে নিহত ১০৪, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ১০০ Jul 31, 2025
img
আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে? Jul 31, 2025
img
সাবেক আরেক এমপির থেকে ৫ কোটি টাকার চেক নেন রিয়াদ Jul 31, 2025
img
অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য Jul 31, 2025
img
ডি পলের অভিষেক, নিষেধাজ্ঞা থেকে ফিরেই মেসির জোড়া অ্যাসিস্টে জয় Jul 31, 2025
img
শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে: গণশিক্ষা উপদেষ্টা Jul 31, 2025
img
প্রকাশিত হলো ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা Jul 31, 2025
img
৪৯তম বিসিএসে অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা Jul 31, 2025
img
চট্টগ্রামে এক দিনে বিএনপির ২০ নেতা বহিষ্কার Jul 31, 2025
img
আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক Jul 31, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত Jul 31, 2025
img
দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস Jul 31, 2025
img
ট্রাম্পের চাপেও সুদহার কমায়নি ফেড, সেপ্টেম্বরেও কমার সম্ভাবনাও ক্ষীণ Jul 31, 2025
img
অন্তর্বর্তী সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয় : মাসুদ কামাল Jul 31, 2025
img
খুলনায় করোনায় প্রাণ হারাল আরও ১ জন Jul 31, 2025
img
দুই বিএনপি নেতার বহিষ্কার প্রত্যাহার না হলে ঢাকায় আসবেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা Jul 31, 2025
img
চাঁদা আদায়ের অভিযোগে বেনাপোল বন্দরে ৫৪ আনসার বদলি Jul 31, 2025
img
শেখ হাসিনা রাজনীতিকে বিষাক্ত প্রাণীদের হাতে তুলে দিয়েছিলেন : জহির উদ্দিন স্বপন Jul 31, 2025
img
ছেলেরাও তো লিভ-ইনে থাকেন, তাদের বিষয়ে তিনি কিছু বললেন না কেন? Jul 31, 2025