বিএনপিতে অনুপ্রবেশকারী সেই যুবলীগ নেতা সেন্টু বহিষ্কার

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির কমিটিতে স্থান পাওয়া সেই যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত একটি চিঠি উপজেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর পাঠানো হয়েছে।

বিএনপির মতো রাজনৈতিক দলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী যুবলীগ নেতা আজমল আলী সেন্টুর বিষয়ে ব্যবস্থা নেওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতারা।

চিঠিতে উল্লেখ করা হয়, কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আজমল আলী শাহ সেন্টুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন অভিযোগের বিষয়টি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দৃষ্টিগোচর হয়। ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা আহ্বায়ক কমিটিকে অবহিত করার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেওয়া হয়।

বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল জহুর ডেন বলেন, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের নির্দেশনা পেয়েছি। রেজুলেশন করে সেন্টুকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান বলেন, বিতর্কিত ব্যক্তি সেন্টুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নজরে আসে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের নৌকার নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন কর্মকাণ্ডে সেন্টুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কারের জন্য জেলা বিএনপি একটি লিখিত চিঠি উপজেলা বিএনপিকে দেওয়া হয়।

সেই নির্দেশনার ভিত্তিতে সেন্টুকে বিএনপির কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।   

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন গণমাধ্যমকে বলেন, বরমচাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে বিতর্কিত যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুকে কমিটিতে রাখার বিষয়টি আমাদের নজরে এলে তাকে বহিষ্কার করার জন্য উপজেলা বিএনপিকে চিঠি দিয়েছি।

গত বছরের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এসব সুযোগ সন্ধানী, বিতর্কিত নেতাকর্মীরা দলে ঢুকে পড়ছেন। ফ্যাসিবাদী আওয়ামী দোসরদের সঙ্গে রাজনৈতিক গভীর সম্পর্ক যাদের রয়েছে, তাদের স্থান বিএনপিতে নেই। যারা তাকে দলে প্রশ্রয় ও কমিটিতে ঢুকার সুযোগ তৈরি করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, বর্তমানে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন চলছে। সেখানেও নির্দেশনা দেওয়া হয়েছে, অন্যদলের কেউ বিএনপিতে ঢোকার কোনো সুযোগ নেই। অনুপ্রবেশকারীদের ভিড়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যেন কোণঠাসা হয়ে না পড়ে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে জেলা বিএনপি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই : মির্জা ফখরুল Sep 17, 2025
img
ভারতে পালানোর সময় সাবেক এমপির পিএস গ্রেপ্তার Sep 17, 2025
img
হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে ন্যায়বিচার চান নাহিদ ইসলাম Sep 17, 2025
img
পুলিশের চরিত্র নয়! ভিন্ন কিছু পেতেই ছোটপর্দায় ডিসিপি অলোক সান্যাল Sep 17, 2025
img
জোর করে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী মোহিনী Sep 17, 2025
img
আ. লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ : ফুয়াদ Sep 17, 2025
img
গাজা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান Sep 17, 2025
img
ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা Sep 17, 2025
img
কর্মজীবন থেকে ফ্যাশন: সমালোচনার চাপে মালাইকা Sep 17, 2025
img
দাবি না মানলে অসহযোগ আন্দোলনের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের Sep 17, 2025
img
মেসির জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Sep 17, 2025
img
ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার Sep 17, 2025
img
রাকসু নির্বাচনের আগে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা Sep 17, 2025
img
পূজায় এলো ভালোবাসার গান Sep 17, 2025
img
মুখে হাসি থাকলেও বুকে শুরু হয় ভাঙচুর ঝড় : সাদিয়া জাহান প্রভা Sep 17, 2025
img
দেশ অস্থিতিশীলকারীদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ : আমীর খসরু Sep 17, 2025
img
দুর্গাপূজা নিরাপদে উদযাপিত হবে : আইজিপি Sep 17, 2025
img
টি-টোয়েন্টির এক নম্বর বোলার এখন বরুণ চক্রবর্তী Sep 17, 2025
img
আফগানিস্তানকে হারানোর পরদিনই সুখবর পেলো বাংলাদেশ Sep 17, 2025
img
অভিনয় ছেড়ে ধর্মের পথে, রিজিকের প্রশ্নে যা বললেন তামিম মৃধা Sep 17, 2025