রবিবার (৩ আগস্ট) শহীদ মিনার ও শাহবাগকেন্দ্রিক প্রোগ্রাম ঘিরে নাশকতা হতে পারে বলে আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এজন্য তিনি প্রোগ্রামের নিরাপত্তা নিয়ে আয়োজকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর লেখেন, আগামীকাল শহীদ মিনার ও শাহবাগ কেন্দ্রিক প্রোগ্রাম ঘিরে নাশকতা ঘটতে পারে।
প্রোগ্রামের নিরাপত্তা নিয়ে আয়োজকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, রবিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া এদিন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা রয়েছে।
কেএন/টিকে