খুলনায় তুলাপট্টিতে আগুনে পুড়েছে ৬ দোকান

খুলনার খানজাহান আলী থানা এলাকায় অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার ভোরে নগরীর শিরোমণি বাজারের তেতুলতলা রোড সংলগ্ন তুলাপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ফজরের নামাজ শেষে শিরোমণি তুলাপট্টিতে আগুন জ্বলতে দেখে মুসল্লিরা। এসময় তারা বাজার মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে খানজাহান আলী থানা এবং দৌলতপুর থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা স্থানীয়দের নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাজারের আলফাজ সরদারের তুলার গোডাউন, লাভলুর ফার্ণিচারের দোকান, দীপকের কামার শালা, মানিকের চায়ের দোকান, হাসান ও বিরুর দুটি পানের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের দল নেতা আবুল কালাম মোড়ল বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি বলেও তিনি জানান।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ