মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে, সুমাইয়া জাফরিনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে, বুধবার (৬ আগস্ট) রাতে ডিবির একটি দল সুমাইয়া জাফরিনকে হেফাজতে নেয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়ে বলেন, রাজধানীর কে বি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের প্রেক্ষাপট তৈরির জন্য নৈরাজ্য সৃষ্টি করার ছক কষতে গত ৮ জুলাই কনভেনশন সেন্টারে গোপন বৈঠক হয়। সেন্টারটি ভাড়া নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৪০০ জন ক্যাডারকে জড়ো করে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়।

তিনি বলেন, প্রায় তিন সপ্তাহ পর জুলাইয়ের শেষ দিকে ঘটনাটি জানাজানি হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। যদিও ওই সেন্টার ভাড়া ও আয়োজন পরিকল্পনায় জড়িত গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে ১২ জুলাই গ্রেপ্তার করা হয়।

এরপর আরও বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায়, ওই গোপন বৈঠক ও প্রশিক্ষণ আয়োজনের মূল হোতা ছিলেন সেনাবাহিনীর মেজর সাদেকুল হক। এর সঙ্গে তার স্ত্রী সুমাইয়া জাফরিনও জড়িত ছিলেন বলে জানা যায়। প্রথম দিকে সুমাইয়াকে পুলিশের সহকারী সুপার (এএসপি) বলা হলেও পরে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, এই নামে কোনো নারী কর্মকর্তা পুলিশ বাহিনীতে নেই।

গোপন বৈঠকের সংশ্লিষ্টতায় নাম আসতেই মেজর সাদেকুল হককে হেফাজতে নেয় সেনাবাহিনী। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে একটি তদন্ত আদালতও গঠন করার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা বলেছে, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষ হলে তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এনসিএলে ম্যাচ পাচ্ছে না ঢাকা-চট্টগ্রাম, সিলেটের সঙ্গে যুক্ত হচ্ছে আরও ২ ভেন্যু Aug 07, 2025
img
চাঁদের ‘সেরা অংশের’ দখল পেতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র Aug 07, 2025
img
নির্বাচনের সময়সীমা নিয়ে কোন অভিযোগ নেই জামায়াতের Aug 07, 2025
img
ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল ৩ জনের, হাসপাতালে ভর্তি ৪০৮ Aug 07, 2025
img
রাজশাহীতে বিশেষ অভিযানে ১৩ জন পলাতক আসামি গ্রেপ্তার Aug 07, 2025
img
জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট দলের চেতনা প্রকাশ পেয়েছে বলে গুঞ্জন উঠেছে: গোলাম পরওয়ার Aug 07, 2025
img
ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা Aug 07, 2025
img
মুক্তির আগেই নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’ Aug 07, 2025
img
এনসিএলে ফিরছেন তামিম-মুশফিক, রিয়াদকে নিয়েও আশাবাদী বিসিবি Aug 07, 2025
img
গোপালগঞ্জে আ. লীগ নেতা গাব্রিয়েল গ্রেফতার Aug 07, 2025
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি গায়িকা আইমা বেগ Aug 07, 2025
img
বিশ্ব দেখেছে, ইরানকে পরাজিত করা অসম্ভব : মুসাভি Aug 07, 2025
ঘরে বসে সহজেই কুরআন শিখুন Aug 07, 2025
এশিয়া কাপের আগে ফিটনেস ক্যাম্পে মুশফিক-মাহমুদউল্লাহ! Aug 07, 2025
‘ভরসা করেছিলাম, কিন্তু সবই ভেঙে গেল’ প্রাক্তন প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভশ্রীর Aug 07, 2025
img
কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ Aug 07, 2025
গণ-অভ্যুত্থানকে মেটিকুলাস ডিজাইন বলে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছেন মাহফুজ’ Aug 07, 2025
মাইলস্টোনে দুর্ঘটনায় শহীদ পরিবারের পাশে বিএনপি Aug 07, 2025
img
আমন্ত্রণ পেয়ে আমরা কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলাম: আদালতে মেজর সাদিকের স্ত্রী Aug 07, 2025
জবাবদিহিতা থাকলে মাইলস্টোনের বিয়োগান্ত ঘটনা হতো না: রিজভী Aug 07, 2025