ফিলিপাইনের জাহাজ তাড়া করতে গিয়ে নিজেদের কোস্ট গার্ডের জাহাজে ধাক্কা মারল চীন

দক্ষিণ চীন সাগরে সোমবার ফিলিপাইনের একটি জাহাজকে তাড়া করার সময় চীনের একটি যুদ্ধজাহাজ দুর্ঘটনাক্রমে নিজেদের কোস্ট গার্ডের জাহাজে ধাক্কা দিয়েছে। ম্যানিলা এ খবর জানিয়েছে।

কমোডোর জে টারিয়েলা জানিয়েছেন, ফিলিপাইন কোস্ট গার্ডের সদস্যরা বিতর্কিত স্কারবোরো শোলে মাছ ধরার এলাকায় মৎসজীবীদের সাহায্য পৌঁছে দিচ্ছিলেন। ওই সময় চীনা কোস্ট গার্ড একটি ‘ঝুঁকিপূর্ণ কৌশল’ অবলম্বন করে, ফলে চীনা যুদ্ধজাহাজের সামনের ডেকে ‘গুরুতর ক্ষতি’ হয়।

চীন সংঘর্ষের ঘটনা স্বীকার করলেও ফিলিপাইনের বিরুদ্ধে ‘জোরপূর্বক চীনা জলসীমায় প্রবেশের’ অভিযোগ করেছে এবং সংঘর্ষের কথা উল্লেখ করেনি।

দক্ষিণ চীন সাগর হলো চীন, ফিলিপাইন ও অন্য দেশগুলোর মধ্যে বিরোধের কেন্দ্রে থাকা একটি এলাকা। গত কয়েক বছরে বেইজিং ও ম্যানিলার মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে।

সেখানে দুই পক্ষই একে অপরের ওপর উত্তেজনা সৃষ্টির ও সামুদ্রিক সংঘর্ষের দায় চাপাচ্ছে, যার মধ্যে তরবারি, বর্শা ও ছুরি ব্যবহারের ঘটনাও ঘটেছে।

স্কারবোরো শোল একটি ত্রিভুজাকৃতির প্রবাল শৃঙ্খল ও পাথরের চেইন। ২০১২ সালে এলাকাটি চীন দখল করার পর থেকে দুই দেশের মধ্যে এটি দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু।

ম্যানিলা প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চীনা কোস্ট গার্ডের একটি জাহাজ জলকামান ব্যবহার করে ফিলিপাইন কোস্ট গার্ড জাহাজকে তাড়া করছে এবং হঠাৎ বাঁক নিয়ে একটি বড় চীনা জাহাজে জোরে ধাক্কা মারে। টারিয়েলা জানান, সংঘর্ষের ফলে চীনা যুদ্ধজাহাজ ‘সাগরপথে অচল’ হয়ে পড়েছে।

তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

টারিয়েলা আরো জানিয়েছেন, ফিলিপাইনের কোস্ট গার্ড চীনা কর্তৃপক্ষকে আঞ্চলিক বিরোধ মোকাবেলায় আন্তর্জাতিক নিয়মগুলোকে সম্মান করার জন্য ‘ধারাবাহিকভাবে অনুরোধ’ করছে, ‘বিশেষ করে সামুদ্রিক আইন প্রয়োগে তাদের ভূমিকা বিবেচনা করে’। তিনি আরো বলেন, ‘আমরা আরো জোর দিয়ে বলেছি, এমন অবিবেচক আচরণ সামুদ্রিক দুর্ঘটনার কারণ হতে পারে।’

অন্যদিকে চীনা কোস্ট গার্ড বলেছে, তারা ‘আইন মেনে’ কাজ করছে এবং ফিলিপাইনের জাহাজগুলোকে সরানোর জন্য ‘সব প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণ করেছে।

গত দুই বছরে এই ধরনের বিপজ্জনক ঘটনা চীন ও ফিলিপাইন কর্তৃপক্ষের মধ্যে বহু গুণ বেড়েছে, যেখানে তারা দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্রবাল ও দ্বীপপুঞ্জের মালিকানা প্রয়োগের চেষ্টা করছে।

গত বছর ডিসেম্বর মাসে ফিলিপাইন জানিয়েছিল, চীনা কোস্ট গার্ড স্কারবোরো শোলের নিকটে সামুদ্রিক টহলে গিয়ে জলকামান ব্যবহার করে এবং একটি সরকারি জাহাজকে পাশ থেকে ধাক্কা দেয়।

প্রথমে বেইজিং বলেছিল, ফিলিপাইনের জাহাজগুলো ‘বিপজ্জনকভাবে নিকটে এসেছিল’ এবং তাদের কর্মীরা ‘আইনের মধ্যে কাজ করছিল’। পরে বেইজিং ম্যানিলার বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ করার এবং ‘আন্তর্জাতিক মতামত বিভ্রান্ত করার’ চেষ্টা করার অভিযোগ আনে।

২০২৪ সালের জুনে ফিলিপাইনের সেনারা ‘হাত দিয়ে’ চীনা কোস্ট গার্ডের তরবারি, বর্শা ও ছুরি নিয়ে সশস্ত্র কর্মীদের প্রতিহত করেছিল। ম্যানিলা বলেছে, ওই সংঘর্ষে একজন ফিলিপাইন সেনা বৃদ্ধাঙ্গুলি হারিয়েছে।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
এনসিপি সংবিধান বাতিল করতে চায় : আব্দুন নূর তুষার Aug 11, 2025
‘আঁকা’ সিরিজে জুটি বাঁধলেন আফরান নিশো ও নাবিলা Aug 11, 2025
img
রদ্রিগোকে নিতে ম্যানচেস্টার সিটির দরজা খুলে দিল রিয়াল Aug 11, 2025
img
মেগা ১৫৭-এ পুলিশ কর্মকর্তা ভুমিকায় ভেঙ্কটেশ Aug 11, 2025
আল্লাহ যাদেরকে সবচেয়ে ভালোবাসেন | ইসলামিক জ্ঞান Aug 11, 2025
'আরমান মনসুর' চরিত্র নিয়ে নতুন ছবির আভাস দিলেন সিয়াম Aug 11, 2025
img
পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন: জেসমিন ভাসিন Aug 11, 2025
img
পে কমিশনের রিপোর্ট তৈরিতে যে দুটি বিষয় মাথায় রাখতে বললেন উপদেষ্টা Aug 11, 2025
‘যৌনতা নিয়ে লজ্জা মানে নিজেকে হারানো’ বললেন তামান্না ভাটিয়া Aug 11, 2025
মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, পেলেন গার্ড অব অনারও | Aug 11, 2025
img
‘সিরাজের খাদ্যাভাস অনুসরণ করা উচিত স্টোকস-ওকসদের’ Aug 11, 2025
img
শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত: হান্নান মাসউদ Aug 11, 2025
img
অনন্য গল্পে নতুন চরিত্রে হাজির হবেন স‌ত্য দেব Aug 11, 2025
img
সুষ্ঠু নির্বাচনের জন্য অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত র‌্যাব : ডিজি Aug 11, 2025
img
মঙ্গলবার ড. ইউনূসকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Aug 11, 2025
img
অভিযোগ এনে এনসিপি ছাড়লেন আরেক নেতা Aug 11, 2025
img
১৯ বছর বয়সেই টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড প্রোটিয়া পেসারের Aug 11, 2025
img
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু মঙ্গলবার Aug 11, 2025
img
আটকের দুই ঘণ্টা পর ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী Aug 11, 2025
img
‘ওয়াও, বাংলাদেশের রাজনীতিতে জেনারেশনাল পরিবর্তনের প্রমাণ পেলাম’ Aug 11, 2025