মালয়েশিয়ার শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপকে বাংলাদেশে ফাইভ জি সেবা চালু এবং দেশি ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশের দ্রুত বর্ধমান অর্থনীতির জন্য দ্রুতগতির ইন্টারনেট অপরিহার্য এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগে আগ্রহী।
প্রধান উপদেষ্টা জানান, বর্তমান সরকার লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করে ব্যবসায়ীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করছে। আজিয়াটার গ্রুপ সিইও বিবেক সুদ জানান, কোম্পানি বাংলাদেশে ফাইভ জি পরীক্ষা চালিয়েছে, তবে পূর্ণ সম্প্রসারণের জন্য ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণ জরুরি। গত কয়েক বছরে রবি ও আজিয়াটা বাংলাদেশে বছরে প্রায় ২০ কোটি ডলার বিনিয়োগ করেছে।
তিনি বলেন, ব্যয়বহুল স্পেকট্রাম ফি এবং ভঙ্গুর লাইসেন্সিং নীতি বিদেশি বিনিয়োগে বাধা সৃষ্টি করছে। আজিয়াটা ডেটা সেন্টার যৌথ উদ্যোগেও আগ্রহী। প্রধান উপদেষ্টা বলেন, বেসরকারি খাত ও নিয়ন্ত্রকদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন।
এফপি/ টিএ