বেসরকারি খাতে এখনো আস্থার সংকট : অর্থ উপদেষ্টা

বেসরকারি খাতে এখনো আস্থার সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আর্থিক খাতের বিশাল বিশৃঙ্খলা, দুর্নীতি, সুশাসনের অভাব দেশের অর্থনীতি খাদের কিনারা বা আইসিইউতে চলে গিয়েছিল। সেখান থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তবে আরও একটু দ্রুত এগোতে পারলে ভালো হতো।

বেসরকারি খাতে এখনো আস্থার সংকট রয়েছে। এটা একদিনে কাটানো সম্ভব নয়।’

গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে গত এক বছরে আর্থিক খাতের রিফর্ম, অন্যান্য সংস্কার, ব্যাংক খাতের পুনর্গঠন, এনবিআর ইস্যুসহ অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, আমাদের মতে অর্থনৈতিক অবস্থা মোটামুটি সন্তোষজনক। আর্থিক খাতের বিশাল বিশৃঙ্খলা, দুর্নীতি, সুশাসনের অভাব ছিল।

এমনিতেই আমাদের আর্থিক সক্ষমতা কম, তার মধ্যে এগুলো। সে জন্য আমি খাদের কিনারাই বলি, আইসিইউতে ছিল বলি- সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি। পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যাংক খাতের লুটপাট করা হয়নি। একটি ব্যাংকের খেলাপি ঋণ আমি জানতে চাইলাম, সে বলছে স্যার ৯৫ শতাংশই খেলাপি। কে নিয়েছে টাকা? চেয়ারম্যান সাহেব, আর তার লোকজন।

চিন্তা করতে পারেন। পৃথিবীর কোনো দেশে ব্যাংকের টাকা এভাবে নিয়ে যাওয়া হয়নি। সেটা আপনার-আমার টাকা কিন্তু।

অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আমরা একেবারে খারাপ অবস্থায় নেই। মূল্যস্ফীতি কমে ৮ শতাংশের ঘরে নেমে এসেছে। খারাপ খারাপ বললে তো খারাপই হয়ে যাব। গ্রোথ হচ্ছে না, কর্মংস্থান হচ্ছে না, কিছুই হচ্ছে না, এভাবে বললে তো হবে না। গ্রোথ (জিডিপি প্রবৃদ্ধি) তো নেগেটিভ না। আনুমানিক একটা তথ্য গ্রোথ ৩.৯ শতাংশ, আমরা আশা করছি বছর শেষে ৫ থেকে ৫.৭ শতাংশ হবে। তিনি বলেন, হয়তো আপনারা যেভাবে প্রত্যাশা করেন, সেভাবে হয়নি। তবে অনেক কিছুই হয়েছে। আর একটু দ্রুত গতিতে হলে হয়তো ভালো হতো। আমরা আশা করছি সামনে অর্থনীতি আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ভয় নয়, সচেতন করতে শূন্য রির্টানে জেলের বিধান চালু করা হয়েছে। রিটার্নে আয়-ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য না দিলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বলেছেন, আমরা কোনোভাবেই আমাদের সম্মানিত করদাতাদের ভয় দেখাতে চাই না। আমরা শুধু সচেতন করতে চাই।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামিনে বের হয়ে ফের গ্রেপ্তার শার্শার ইউপি চেয়ারম্যান তোতা Aug 13, 2025
img
সিপিএলে অ্যান্টিগা দলে যোগ দিয়ে মাঠে নামছে সাকিব Aug 13, 2025
img
ইসলামী দলগুলোর জুলাই ঘোষণাপত্র সংশোধনের দাবি Aug 13, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হওয়ার আভাস Aug 13, 2025
img
সমুদ্রে মাছ ধরছেন প্রভা, ভক্তদের চমকে দিলেন নতুন রূপে Aug 13, 2025
img
আজ বিপ্লবের প্রবাদ পুরুষ ফিদেল কাস্ত্রোর ৯৯তম জন্মদিন Aug 13, 2025
img
যে দুই কারণে হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি Aug 13, 2025
আপনার সকাল যেভাবে বরকতময় করবেন | ইসলামিক জ্ঞান Aug 13, 2025
সুন্নাহ অনুযায়ী দিনটা যেভাবে শুরু করবেন | ইসলামিক জ্ঞান Aug 13, 2025
ধানুশের সাথে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর Aug 13, 2025
ট্রাম্পের শুল্কের ঘা খেয়ে পুতিন-জেলেনস্কির সঙ্গে মোদির ফোনালাপ Aug 13, 2025
img
শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি Aug 13, 2025
img
পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাই পীর Aug 13, 2025
img
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিনের কিমকে বন্ধুত্বের বার্তা Aug 13, 2025
ডিপফেইকে হেয় নারী রাজনীতিকরা Aug 13, 2025
পুরনো প্যান্ট-শার্ট আর সস্তা স্যান্ডেল সাদামাটা হাসনাত আব্দুল্লাহ Aug 13, 2025
img
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল Aug 13, 2025
img
শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Aug 13, 2025
img
ঐতিহাসিক ১০ নম্বর জার্সিতে নেমেই জোড়া গোল করলেন এমবাপ্পে Aug 13, 2025
img
সামাজিক যোগাযোগমাধ্যমে পাবলিক পরীক্ষার উত্তরপত্র, বানানো হচ্ছে রিলস-টিকটক! Aug 13, 2025