রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানালেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবারের বৈঠকের আগে ফোনালাপ করেছেন দুই নেতা।
ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও কিম দু’জনেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব, ভালো প্রতিবেশী সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে পুতিন ইউক্রেন যুদ্ধের সময় উত্তর কোরিয়ার সামরিক সহায়তার প্রশংসা করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নানা নির্মাণকাজে হাজার হাজার উত্তর কোরিয়ান শ্রমিক ‘দাস-সদৃশ’ খুবই কঠিন ও অমানবিক পরিবেশে কাজ করছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, রাশিয়ার যুদ্ধে অন্তত ১০ হাজার উত্তর কোরিয়ান সেনা যোগ দিয়েছে।
এদিকে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হচ্ছে। দোব্রোপিলিয়া শহরের কাছে তারা মাত্র কয়েক দিনে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত এগিয়েছে।
পুতিন কিমকে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তার আসন্ন বৈঠকের প্রস্তুতির কথাও জানিয়েছেন। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি।
রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়লেও উত্তর কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক এখন অনেক ঘনিষ্ঠ। অস্ত্র, গোলাবারুদ থেকে শুরু করে শ্রমিক—সব ক্ষেত্রেই পিয়ংইয়ং রাশিয়াকে সাহায্য করছে।
এফপি/এসএন