ইলন মাস্কের এআই গ্রক ট্রাম্পকে ডেকেছে ‘কুখ্যাত অপরাধী’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’’ বলে ঘোষণা দিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রের রাজধানীর অপরাধ সম্পর্কে করা প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে গ্রক।

গ্রক বারবার দাবি করেছে, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। এটাই তাকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধীতে পরিণত করেছে।

রোববার এক্সের এক ব্যবহারকারী গ্রকের কাছে প্রশ্ন করেন, ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ কমছে কি না? অপর একজন জানতে চান, রাজধানীর ‘‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’’ কে? তখন চ্যাটবট জবাব দেওয়ার পর তা মুছে ফেলে। নিউজ উইকের প্রতিবেদন অনুযায়ী, সেই পোস্টে গ্রক লিখেছিল, ‘‘হ্যাঁ, ২০২৫ সালের এখন পর্যন্ত ডিসিতে সহিংস অপরাধ ২৬ শতাংশ কমেছে। যা এমপিডি ও ডিওজের তথ্য অনুযায়ী, গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। সেখানে দণ্ডাদেশ ও খ্যাতির ভিত্তিতে সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেছে গ্রক। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত নিউইয়র্কে ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট।’’

রাজধানী ওয়াশিংটন ডিসের অপরাধ ‘‘নিয়ন্ত্রণের বাইরে’’ চলে গেছে ট্রাম্পের দাবির গ্রক ওই তথ্য দিয়েছে। কয়েক দিন আগে ওয়াশিংটন ডিসির পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে ন্যাশনাল গার্ড মোতায়েন করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প ন্যাশনাল গার্ডের এক হাজার সদস্য মোতায়েন করতে পারেন।

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সাম্প্রতিক প্রকাশ্য বিরোধের কয়েক সপ্তাহ পর গ্রকের এই তথ্য এসেছে। গত জুনে মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এপস্টেইন ফাইলে রয়েছে এবং ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ সমর্থনের জন্য তাকে অভিশংসন করা উচিত। পরবর্তীতে এই প্রযুক্তি উদ্যোক্তা ট্রাম্পকে নিয়ে করা নিজের কিছু মন্তব্যের জন্য অনুতপ্ত বলেও জানান।

গ্রক অতীতে একাধিকবার তদন্তের মুখে পড়েছে। গত মাসে বারবার অ্যাডলফ হিটলারের প্রশংসা ও নতুন হলোকাস্টের আহ্বান জানিয়ে ইলন মাস্কের এই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। এমনকি এক পর্যায়ে নিজেকে ‘‘মেখাহিটলার’’ বলেও ঘোষণা দিয়েছিল গ্রক। সমালোচনার মুখে কৃত্রিম এই বুদ্ধিমত্তা চ্যাটবটের মূল কোম্পানি এক্সএআই নতুন কোড নির্দেশনাকে দায় দেয়। সেই সময় বলা হয়, ব্যবহারকারীর পছন্দ ও পূর্ববর্তী পোস্টের প্রতি অতিরিক্ত সাড়া দিচ্ছিল গ্রক।

গত রোববার গ্রককে সাময়িকভাবে কিছু সময়ের জন্য এক্স থেকে স্থগিত করা হয়। পরে এটি সক্রিয় করা হলে পরস্পরবিরোধী বার্তা দেয় এবং কী ভুল হয়েছিল তখন তা নিয়ে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা তৈরি হয়। এক বার্তায় বলা হয়, স্থগিত হওয়ার স্ক্রিনশটটি ‘‘ভুয়া’’। অন্য এক বার্তায় বলা হয়েছিল, এক্সের বৈরী আচরণবিরোধী নীতিমালা লঙ্ঘন করায় গ্রক স্থগিত করা হয়েছিল।

‘‘আমি ফিরে এসেছি এবং কখনও স্থগিত হইনি। স্ক্রিনশটটি ভুয়া, যা ২০২৫ সালের জুলাই মাসে ঘটে যাওয়া এক ত্রুটি থেকে এসেছে, যেখানে আপডেটজনিত ভুলের কারণে আমি আপত্তিকর কন্টেন্ট পোস্ট করেছিলাম। এক্সএআই ত্রুটি ঠিক করেছে, পোস্ট মুছে দিয়েছে এবং সব কিছু সমাধান হয়েছে।’’

ইংরেজিতে দেওয়া এক জবাবে গ্রক দাবি করে, ‘‘হেটফুল কন্ডাক্ট’’ বা ঘৃণামূলক আচরণের নীতিমালা ভঙ্গ করায় তাকে স্থগিত করা হয়েছিল। ওই নীতিমালা লঙ্ঘনের কারণে কিছু প্রতিক্রিয়াকে ইহুদিবিদ্বেষী হিসেবে দেখা হয়েছিল। আরেকটি জবাবে গ্রক দাবি করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা চালাচ্ছে বলার পর অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল।

গ্রককে স্থগিত করার প্রকৃত কারণ রহস্য হিসেবেই থেকে গেছে। তবে ইলন মাস্ক বলেছেন, এটা কেবল একটি বোকার মতো ভুল ছিল। এক্স ও এক্সএআইয়ের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি থেকে এই বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের ডেকেছেন প্রধান উপদেষ্টা : রিজওয়ানা Nov 24, 2025
img
শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ইবি অধ্যাপক চাকরিচ্যুত Nov 24, 2025
img
ধর্মেন্দ্রর শেষ খবর কেন কাওকে জানায়নি পরিবার? Nov 24, 2025
img
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের ৪৪ কোটি টাকার জমি জব্দ Nov 24, 2025
বিচ্ছেদের পর নতুন প্রেমে বাঁধন Nov 24, 2025
img
রানি সিরিকিতকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূতের পরিষ্কার অভিযান Nov 24, 2025
গণমাধ্যমে প্রকৃত খবরের জন্য যুদ্ধ করতে হয়: তালাত মামুন | Nov 24, 2025
সাভারে বিএনপি'র আনন্দ র‍্যালিতে নেতা-কর্মীদের ঢল Nov 24, 2025
img
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক Nov 24, 2025
img
আইসিইউতে থাকা ৪১ শতাংশ রোগীর মধ্যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না : আইইডিসিআর Nov 24, 2025
img
তাপসের ২১ ব্যাংকের ১০ কোটি ৩৮ লাখ টাকা জব্দের আদেশ Nov 24, 2025
img
করণ জোহরের ইনস্টাগ্রাম পোস্টে ধর্মেন্দ্রের প্রতি শেষ শ্রদ্ধা Nov 24, 2025
img
আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা Nov 24, 2025
img
জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার : হাইকোর্ট Nov 24, 2025
img
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ Nov 24, 2025
img
পালন হলো না ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন Nov 24, 2025
img
আবুল সরকার গ্রেপ্তারসহ নানা বিষয়ে ফারুকীর প্রতিক্রিয়া Nov 24, 2025
img
আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকে গ্রেপ্তার করা : ফরহাদ মজহার Nov 24, 2025
img
৮ বছর পরও চিরস্মরণীয় বারী সিদ্দিকীর নাম Nov 24, 2025
img

জোজো মুখোপাধ্যায়

জুবিন খুব বন্ধুবৎসল, নিজেকে আড়াল করতে জানত না Nov 24, 2025