সেপ্টেম্বরের শেষ দিকে নিউইয়র্কে বসছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এ আসরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, অধিবেশনের তারিখ ঘনিয়ে এলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদে যারা ভাষণ দেবেন সেসব প্রত্যাশিত রাষ্ট্র ও সরকার প্রধানদের সময়সূচীতে মোদির নাম অন্তর্ভুক্ত করা এবং নিউইয়র্কে অধিবেশনের ফাঁকে মোদির সাথে সম্ভাব্য বৈঠক সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে মোদির সম্ভাব্য সফর নিয়ে জল্পনা শুরু হয়।
আসন্ন সাধারণ পরিষদের উচ্চ-স্তরের বিতর্কের জন্য বক্তাদের অস্থায়ী তালিকায় বলা হয়েছে যে, ভারতের সরকার প্রধান ২৬ সেপ্টেম্বর সকালে অধিবেশনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। বিতর্কটি ২৩ সেপ্টেম্বর শুরু হবে এবং ২৯ সেপ্টেম্বর শেষ হবে। মার্কিন রাষ্ট্রপ্রধান ২৩ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন।
তবে, বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন, ভারতীয় পক্ষ জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে এখনও পৌঁছায়নি।
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে যাবেন কিনা তা এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। একজন ব্যক্তি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত অনেকটা অসম্ভব বলেই মনে হচ্ছে।
জাতিসংঘ এই অধিবেশনের অনেক আগেই আগস্ট মাসেই অস্থায়ী বক্তাদের তালিকা প্রস্তুত করে, যেখানে রাষ্ট্র ও সরকার প্রধানদের, পররাষ্ট্রমন্ত্রী বা কোনো দেশের অন্যান্য প্রতিনিধিদের আগে স্থান দেয়া হয়।
তবে অস্থায়ী তালিকায় নাম থাকার পরেও কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের অধিবেশনে যোগ না দেয়ার ঘটনা অস্বাভাবিক নয়। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার কথা আছে মোদির।